আজকের অধ্যায় থেকে আমরা দেখব ওয়েবসাইটের রাইটিং সেটিং | রাইটিং সেটিং মূলত ওয়াডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করার কিছু অপশন প্রদান করে | আজকের অধ্যায় থেকে আমরা যা যা শিখতে পারবো –
- পোস্ট সংযোজন সম্পাদন করতে পারবেন
- সংযোগ করতে পারবেন
- পোস্ট নিয়ন্ত্রণ করতে পারবেন
- দূরবর্তী প্রকাশনা সেটাপ করতে পারবেন
- ইমেইল ব্যবহার করে পোস্ট এবং পেজ আপডেট নিয়ন্ত্রণ করতে পারবেন
চলুন তাহলে আমরা দেখেনি ওয়াডপ্রেস ওয়েবসাইটে রাইটিং সেকশন কিভাবে কাজ করে –
রাইটিং সেকশনে কাস্টমাইজেশন করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের ড্যাশবোর্ডে লগইন করতে হবে |
- ড্যাশবোর্ড এর উইজেট থেকে সেটিংস এ ক্লিক করতে হবে
- রাইটিং সেকশন এ ক্লিক করতে হবে তাহলে নিচের ইমেজ এর মত একটি পেজ ওপেন হবে
- এই পেজ এর প্রত্যেকটা সেকশন কাস্টমাইজেবল যা পরিবর্তন করলে আপনার ওয়েবসাইটের বেসিক বিষয়গুলো পরিবর্তন হবে
- ডিফল্ট পোস্ট ক্যাটেগরি – এখান থেকে আপনি আপনার ওয়েব সাইটের ডিফল্ট পোস্ট ক্যাটেগরি সেট করে নিতে পারবেন | তবে এটি বাই ডিফল্ট আদ কেটগোরিজ অপশনে থাকবে | অর্থাৎ কেউ যদি পোস্ট করার সময় কোন ক্যাটাগরি সিলেক্ট না করে দেয় তাহলে সেই পোষ্টটি uncategorized’ অপশনে জমা হবে |
- ডিফল্ট পোস্ট ফরমেট – পোস্ট ফরমেটটি মূলত থিম কর্তৃক সেটাপ করা থাকে | যার মাধ্যমে আপনি যে পোস্টটি করবেন এই পোস্টটি স্টাইল সেটআপ করা যায়
- ডিফল্ট এডিটর বাই অল ইউজার – এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের ইউজার গুলো কোন ফরমেটে পোস্ট গুলো এডিট করতে পারবে সেটা সেটআপ করা হয় | আপনি এখান থেকে যদি ব্লক এডিটর সিলেক্ট করেন তাহলে আপনার ওয়েবসাইটের ইউজাররা ব্লক ব্যবহার করতে পারবে অথবা আপনি যদি আপনি ক্লাসিক এডিটর সিলেক্ট তাহলে ইউজাররা এটি ব্যবহার করতে পারবে | আপনি এখান থেকে যেকোন সিলেক্ট করে দিতে পারেন |
- Allow ইউজার টু সুইচ এডিটর – এর অপশনের মাধ্যমে আপনি যদি চান আপনার ওয়েবসাইটের ইউজারদের সুইচ এডিটর এডিটরের এর এক্সেস দিতে তাহলে এটি এস করে দিবেন | তবে এটি নো ভালো
- পোস্ট ভায়া ইডিটর – এখানে আপনি কি ইমেইল এড্রেস দিবেন যার মাধ্যমে ওয়েবসাইটের মেইলগুলো আপনার ওয়েবসাইট এসে জমা হবে | অবশ্যই এই মেইল অ্যাড্রেসটি আপনি গোপন রাখবেন | এখানে আপনি ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার মেয়েটি সেটআপ করে নিবেন |
- ডিফল্ট মেইল ক্যাটাগরি – এখান থেকে আপনি যেকোনো একটি কারিগরি সিলেক্ট করে দিতে পারবেন যাতে কোন মেইল করা হলো ডিফল্ট ভাবে এই কারিগরি আন্ডারে করবে | তবে এটা Uncategorized’ করে রাখা ভালো |
- উপরের সব চেঞ্জ গুলো করার পর অবশ্যই আপনাকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে |
তাহলে আজকে আমরা জানতে পারলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটিং সেকশনের রাইটিং অপশন সেট করতে হয় এবং এটি কিভাবে একটি ওয়েবসাইটকে সম্পন্ন করতে সাহায্য করে |
যদি এ বিষয়ে কারও কোন কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন |