WigMarketing

ক্যাটাগরি  কি এবং কিভাবে ক্যাটাগরি তৈরি করে

ক্যাটাগরি বলতে আমরা কি বুঝি আপনি যখন কোন আর্টিকেল পাবলিশ করবেন তখন এটি কোন বিষয়ের উপর সেই বিষয়টিকে এখানে নির্দেশ করা হয় ক্যাটাগরির মাধ্যমে |  যেমন আপনি যদি কোন  রেস্টুরেন্ট জান তাহলে  আপনি বিভিন্ন খাবারের নাম দেখতে পাবেন  তাদের মেনুতে | এখানে খাবারগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে যেমন চাইনিজ খাবার, হাই  জাতীয় অথবা ফাস্ট ফুড ইত্যাদি এই প্রত্যেকটি হচ্ছে একটি ক্যাটাগরি  এই ক্যাটাগরির আন্ডারে তারা বিভিন্ন ধরনের খাবারের নাম দিয়ে থাকে তেমনি ওয়েবসাইটেও যে পোস্টগুলো করা হয় এই পোস্ট গুলা কোন ক্যাটাগরির আন্ডারে করা হয় যাতে সেম  বিষয়ের উপর  আর্টিকেলগুলো একসাথে এক জায়গায় পাওয়া যায় | এখানে আপনি  অ্যাড নিউ বক্সে আপনার ওয়েবসাইট রিলেটেড ক্যাটেগরি ক্রিয়েট করতে পারেন | 

আমরা দেখবো কিভাবে নিউ ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় 

  • প্রথম অ্যাড নিউ ক্যাটাগরিতে আপনার ক্যাটেগরি নামটি লিখবেন 
  • তারপর নিচের অ্যাড নিউ ক্যাটাগরি বাটনে ক্লিক  করবেন | 

তাহলে পাশে দেখতে পাবেন আপনার ক্যাটাগরি টি ক্রিয়েট হয় এড হয়ে গেছে | পাশে থাকা বক্স থেকে আপনি এই ক্যাটাগরিতে এডিট করতে পারবেন অল্প কিছু চেঞ্জ করার জন্য কুইক এডিটে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ক্যাটাগরির নাম এবং স্লাগ পরিবর্তন করে আপডেট দিতে পারবেন  আপনি চাইলে ক্যাটেগরি ডিলিট করতে পারবেন এবং এখান থেকে আপনি ভিউ করতে পারবেন | 

সেম  প্রসেস  এ যতগুলো ক্যাটাগরি আপনার প্রয়োজন এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *