ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের সেটিং অপশন এর রিডিং সেকশনটি বলতো একটি ওয়েবসাইটে হোমপেজ ডিসপ্লে করার প্রক্রিয়া গুলো সহ বাকি পোস্ট পেজ, পোস্ট এর আকার, পোষ্টের ভিজিবিলিটি ইত্যাদি বিষয়ে কাস্টমাইজেশন করার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যবহার করা হয় | আজ আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের রিডিং সেটিং সেটাপ করতে হয় |
এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারব,
- হোম পেজ ডিসপ্লে সেকশন কি এবং কেন ব্যবহার করা হয়
- ব্লগ পোস্ট কিভাবে ডেকোরেশন করা যায়
- কিভাবে ওয়েবসাইটের ইনজেকশন সেটাপ করতে হয়
চলুন তাহলে জেনেনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের রিডিং সেকশন কাস্টমাইজেশন প্রসেস –
- আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগইন করুন
- সেটিংস এ ক্লিক করুন
- রিডিং সেকশন এ ক্লিক করুন, এখানে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন
- ইওর হোম পেজ ডিসপ্লে – এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের হোমপেজে কোন দেশটি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সেট করে নিবেন , আপনি যদি চান আপনার পোস্টগুলো হোমপেজে শো করবে তাহলে Your latest post সিলেক্ট করবেন |
আর আপনি যদি চান নির্দিষ্ট কোন পেইজ আপনার ওয়েবসাইটে হোমপেজে শো করান তাহলে মিটার সেকশন থেকে বাটনের টিকমার্ক টি দিয়ে দিবেন এবং আপনার নির্ধারিত পেজ টি সিলেক্ট করে দিবেন | তারপর পোস্ট পেজ টি সিলেক্ট করবেন |
[ এখানে অবশ্যই মনে রাখবেন পোস্ট পেজ এবং হোমপেজ দুটো আলাদা হতে হবে একই পেজ সিলেক্ট করবেন না ]
- ব্লগ পেজ সো অ্যাট মোস্ট – এই সেকশন টির মাধ্যমে আপনি একটা পেজে কতগুলো পোস্ট শো করাতে চান বামপাশের বাটন থেকে এটি কাস্টমাইজ করে আপনার ইচ্ছা অনুযায়ী 4/5/6 টি সিলেক্ট করে দিতে পারবেন | এখানে যতগুলো সিলেক্ট করবেন একটা পেজে ততগুলো করবে |
- সিন্ডিকেশন ফিডস সো দি মোস্ট রিসেন্ট -এই সেকশন এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ফিডব্যাক গুলো দেখতে পাবেন | এখান থেকে আপনি যতগুলো সিলেক্ট করবেন একবারে ততগুলো আপনি দেখতে পাবেন |
- ফর ইস্ট পোস্ট ইন ফিড, ইনক্লুড – এই অপশনটির মাধ্যমে আপনি আপনার পোস্টগুলো সামারিয়া কাটা নাকি পুরো কনটেন্ট একবার এসো করাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে পারবেন | আপনি যদি চান আপনার ব্লগ পোস্টে সামারি আকারে 50 বা 100 বা এর থেকে বেশী শব্দ প্রথম অবস্থায় শো করুক আপনি এখান থেকে Excerpt সিলেক্ট করে দিবেন |
- আর আপনি যদি চান আপনার পুরো কন্টাক্ট একবার এস করো তাহলে Full Test সিলেক্ট করে দিবেন |
- সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি – এই অপশনের পাশে যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে |
- সেভ চেঞ্জ – উপরের যেকোন সেকশন পরিবর্তন করার পর অবশ্যই আপনাকে সেটিংস বাটন এ ক্লিক করতে হবে | তাহলেই আপনি আপনার কাস্টমাইজেশনকৃত চেঞ্জ গুলো সাইটে দেখতে পাবেন |
এভাবেই ওয়েবসাইটের সেটআপ করতে পারবেন | যদি ওয়াডপ্রেস ওয়েবসাইট নিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্টে জানাবেন | হাওড়া আপনাকে অবশ্যই হেল্প করব | ধন্যবাদ ||