Amazon এ কিভাবে পণ্য সেল করতে হয়: পরিপূর্ন্য গাইড

Chapter 03 - Amazon ব্যবসা শুরু করার প্রসেস পরিপূর্ন্য গাইড

Chapter 03- Amazon ব্যবসা শুরু করার প্রসেস: পরিপূর্ন্য গাইড

যা যা জানতে পারবেনঃ

  1. কিভাবে অ্যামাজনে পণ্য সেল করতে হয়?
  2. অ্যামাজন সেলিং প্লান সিলেকশন
    • ইন্ডিভিজুয়াল সেলিং প্লান
    • প্রফেশনাল সেলিং প্লান
  3. অ্যামাজন সেলার সেন্ট্রাল একাউন্ট রেজিস্ট্রেশন
  4. একাউন্ট নিজের মতো করে সাজিয়ে নিন
  5. বিভিন্ন টুলস ও অ্যামাজন প্রোগ্রামে এনরোল করুন
  6. আপনার নিজস্ব ব্র্যান্ড রেজিস্ট্রেশন করুন
  7. প্রোডাক্ট লিস্টিং করুন
  8. ফুলফিলমেন্ট মেথড সিলেক্ট করুন
  9. প্রোডাক্ট অপটিমাইজ করুন
  10. মার্কেটিং করুন
  11. অ্যাকাউন্ট হেলথ রেটিং মনিটরিং করুন
  12. টোটাল পারফরম্যান্স মনিটরিং করুন

কিভাবে অ্যামাজনে পণ্য সেল করতে হয়?

অ্যামাজনে পণ্য বিক্রয় করতে হলে অ্যামাজনের রুলস রেগুলেশন অনুসরণ করে প্রোডাক্ট লিস্টিং করতে হবে। প্ল্যান সিলেকশন থেকে পণ্য বিক্রয় পর্যন্ত যেসব স্টেপ আপনাকে ফলো করতে হবে তা নিচে দেয়া হলঃ

  1. সেলিং প্লান সিলেক্ট করুন
  2. অ্যামাজন সেলার সেন্ট্রাল একাউন্ট রেজিস্ট্রেশন করুন
  3. একাউন্ট নিজের মতো করে সাজিয়ে নিন
  4. আপনার নিজস্ব কোন ব্র্যান্ড থাকলে সেটি রেজিস্ট্রেশন করুন
  5. প্রোডাক্ট লিস্টিং করুন
  6. ফুলফিলমেন্ট মেথড সিলেক্ট করুন
  7. প্রোডাক্ট অপটিমাইজ করুন
  8. মার্কেটিং করুন
  9. অ্যাকাউন্ট হেলথ রেটিং মনিটরিং করুন
  10. টোটাল পারফরম্যান্স মনিটরিং করুন

উপরে উল্লেখিত স্টেপগুলো সাধারণত বেসিক এবং বিগেইনারদের জন্য, এবার চলুন এগুলো বিস্তারিতভাবে জেনে নেই যাতে আমরা আমাজন বিজনেস সম্পর্কে ভালভাবে বুঝতে পারি।


অ্যামাজন সেলিং প্লান সিলেকশন

অ্যামাজন দুইটি সেলিং প্লান অফার করে:

  1. Individual Selling Plan
  2. Professional Selling Plan

আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো প্ল্যান বেছে নিতে পারেন এবং পরবর্তীতে নিজের চাহিদা অনুযায়ী প্ল্যান সুইচ করতে পারবেন। তবে প্রথম দিকে ইন্ডিভিজুয়াল প্লান আপনার জন্য ভাল হতে পারে।

ইন্ডিভিজুয়াল সেলিং প্লান 

  • প্রতিটি বিক্রিত পণ্যের উপর $0.99 চার্জ করা হয়।
  • প্রতিমাসে সর্বোচ্চ ৪০টি আইটেম সেল করা যাবে।
  • অ্যামাজন সেলার ইউনিভার্সিটি ট্রেনিং অ্যাক্সেস পাবেন।
  • সেলার সাপোর্ট সুবিধা থাকবে।
  • কোন মান্থলি সাবস্ক্রিপশন ফি নেই।
  • প্রায় সব ধরনের টুলস ব্যবহার করা যাবে।
  • অ্যামাজন এফবিএ প্রোগ্রামে এনরোল করা যাবে।

ইন্ডিভিজুয়াল সেলিং প্লানের অসুবিধা:

  • মাল্টিপল ইউজার অ্যাড করা যাবে না।
  • প্রমোশন এবং কুপন ক্রিয়েট করা যাবে না।
  • বাল্ক প্রোডাক্ট লিস্টিং সম্ভব নয়।
  • ডাইনামিক প্রাইস সেট করা যাবে না।
  • বাই বক্সে প্রোডাক্ট সেল করা যাবে না।
  • অ্যামাজন এডস ক্যাম্পেইন (PPC) চালানো যাবে না।
  • তুলনামূলকভাবে চার্জিং ফি বেশি হয়।

যাদের জন্য উপযুক্ত:
যারা সিজনাল প্রোডাক্ট সেল করেন বা প্রতি মাসে ৪০টির কম আইটেম সেল করতে চান তাদের জন্য ইন্ডিভিজুয়াল সেলিং প্লান বেস্ট অপশন হতে পারে।


প্রফেশনাল সেলিং প্লান

  • প্রতিমাসে ৪০টির বেশি পণ্য সেল করা যাবে।
  • মাসিক সাবস্ক্রিপশন ফি $38.99।
  • প্রতি আইটেম সেলিং এর উপর আলাদা কোনো চার্জ নেই।
  • আনলিমিটেড প্রোডাক্ট সেল করতে পারবেন।
  • ব্র্যান্ডিং টুলস, Enhance প্রোডাক্ট পেজ এবং ডিজিটাল স্টোর ব্যবহার করা যাবে।
  • প্রমোশন ও কুপন তৈরি করা যাবে।
  • বাল্ক প্রোডাক্ট লিস্টিং এবং ডাইনামিক প্রাইস সেট করা যাবে।
  • অ্যামাজন এফবিএ প্রোগ্রামে এনরোল করা যাবে।
  • বাই বক্সে প্রোডাক্ট সেল করা যাবে।
  • অ্যামাজন অ্যাড ক্যাম্পেইন (PPC) চালানো যাবে।

যাদের জন্য উপযুক্ত:
প্রতি মাসে ৪০টির বেশি পণ্য বিক্রির পরিকল্পনা করছেন এবং সমস্ত টুলস ও সুবিধা এক্সেস করতে চান তাদের জন্য প্রফেশনাল সেলিং প্লান বেস্ট অপশন।


অ্যামাজন সেলার সেন্ট্রাল একাউন্ট রেজিস্ট্রেশন

  1. “Amazon Seller Central” লিখে সার্চ করুন।
  2. অ্যামাজন সেলার একাউন্ট তৈরি করুন।
  3. সেলিং প্লান (Individual/Professional) নির্বাচন করুন।
  4. পার্সোনাল এবং বিজনেস ইনফরমেশন দিয়ে সমস্ত স্টেপ সম্পন্ন করুন।
  5. আইডেন্টিটি ভেরিফিকেশন প্রয়োজন হলে তা সম্পন্ন করুন।
  6. পেমেন্ট, শিপিং এবং ট্যাক্স ইনফরমেশন সেটআপ করুন।
  7. প্রোডাক্ট ক্যাটাগরি সম্পর্কিত ইনফরমেশন প্রদান করুন।
  8. সমস্ত তথ্য জমা দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন।
  9. অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য অপেক্ষা করুন।
  10. প্রয়োজনীয় তথ্য দিলে এবং অ্যাপ্রুভ হলে প্রোডাক্ট লিস্টিং শুরু করুন।

একাউন্ট নিজের মতো করে সাজিয়ে নিন

  • সেলার একাউন্টে সমস্ত তথ্য সম্পূর্ণ করুন।
  • পেমেন্ট মেথড এবং টাইম সিডিউল সেট করুন।
  • একাউন্টে সুরক্ষা নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন।
  • সেলার সেন্ট্রাল ড্যাশবোর্ড কাস্টমাইজ করুন। 

বিভিন্ন টুলস ও অ্যামাজন প্রোগ্রামে এনরোল করুন

  • অ্যামাজন প্রোগ্রাম যেমন: অ্যামাজন এফবিএ (Fulfillment By Amazon) তে এনরোল করুন।
  • সেলার ইউনিভার্সিটি থেকে ট্রেনিং নিন।

আপনার নিজস্ব ব্র্যান্ড রেজিস্ট্রেশন করুন

  • ব্র্যান্ড রেজিস্ট্রি করতে ট্রেডমার্ক এবং প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি রাখুন।
  • অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রেশন প্রোগ্রামে আবেদন করুন।

প্রোডাক্ট লিস্টিং করুন

  1. প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করুন।
  2. প্রোডাক্টের সম্পূর্ণ ইনফরমেশন সংগ্রহ করুন:
    • টাইটেল
    • কি-ফিচার
    • ডেসক্রিপশন
    • ইমেজ ও ভিডিও
  3. লিস্টিং প্রকাশের পর অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করুন।

ফুলফিলমেন্ট মেথড সিলেক্ট করুন

  • FBM (Fulfilled by Merchant): নিজের পণ্য শিপিং নিজে করবেন।
  • FBA (Fulfilled by Amazon): অ্যামাজন আপনার পণ্য শিপিং করবে।

প্রোডাক্ট অপটিমাইজ করুন

  • কীওয়ার্ড রিসার্চ করুন।
  • প্রোডাক্ট টাইটেল ও ডেসক্রিপশন অপটিমাইজ করুন।
  • ইমেজ ও ভিডিও আপডেট করুন।

মার্কেটিং করুন

  • অ্যামাজন PPC চালান।
  • প্রমোশন ও কুপন অফার করুন।
  • সিজনাল প্রডাক্টের জন্য অফার তৈরি করুন।

অ্যাকাউন্ট হেলথ রেটিং মনিটরিং করুন

  • সেলার একাউন্টের পারফরম্যান্স রিপোর্ট মনিটর করুন।
  • অর্ডার ডিফেক্ট রেট (ODR) এবং শিপিং টাইম ট্র্যাক করুন।

টোটাল পারফরম্যান্স মনিটরিং করুন

  • পন্য বিক্রির রিপোর্ট যাচাই এনালাইসিস করুন।
  • সেলার ড্যাশবোর্ড থেকে ডেটা এনালাইসিস করে পারফরম্যান্স ইম্প্রুভ করুন।

Chapter 02: Amazon বিজনেস পরিচিতি
Chapter 01 : ই-কমার্স ব্যবসায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *