ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থিম ইন্সটল করার পদ্ধতি ( How to install wordpress theme ?)
একটি ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে থিম কারণ এই থিমটা একটি ওয়েবসাইটের আউটলুক প্রদান করে | আজ আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে থিম ইন্সটল করতে হয় |
তাহলে চলুন, ওয়াডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন থাকা অবস্থায় বামপাশের বক্স থেকে থিম সেটআপ দেখা যাক |
- অ্যাপিয়ারেন্স এ ক্লিক করুন
- থিম সেকশন ক্লিক করুন, এখানে আপনি বাইডিফল্ট থিমটি দেখতে পাবেন
- ফ্রি থিমস ইউজ করতে উপরে থাকা অ্যাড নিউ বাটনে ক্লিক করুন | এখান থেকে পপুলার থিম অথবা লেটেস্ট থিম অথবা ফেভারিট সিলেক্ট করুন
- ইনস্টল বাটনে ক্লিক করুন
- অ্যাক্টিভ করুন
অথবা আপনি যদি চান কোন প্রিমিয়াম থিম ইউজ করবেন তাহলে আপনাকে যেভাবে থিম ইন্সটল করতে হবে |
- ক্লিক অ্যাপিয়ারেন্স
- ক্লিক থিম সেকশন
- অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন
- আপলোড থেম বাটনে ক্লিক করবেন এবং আপনার থিমটি সিলেক্ট করে আপলোড করবেন
- এক্টিভেট করবেন |
এই দুইটি প্রসেস ফলো করে আপনি আপনার ওয়েবসাইটে থিম ইন্সটল করতে পারবেন | আপনি চাইলে অন্য যে কোন থিম এভাবে সিলেক্ট করে পূর্বের ব্যবহৃত থিম ডিলিট করে দিতে পারবেন |