WigMarketing

ওয়াডপ্রেস এর জেনারেল সেটিং কিভাবে কাজ করে

সেটিং ব্যবহার  করা হয় যেকোনো একটি ওয়েবসাইটকে কনফিগারেশন করে নেওয়ার জন্য | আজকের এই অধ্যায় থেকে আমরা জানবো কিভাবে জেনারেল সেটিং এর প্রত্যেকটি সেকশন কাজ  করে |  আজকে চ্যাপ্টার থেকে আমরা যা যা শিখতে পারবো –

  • জেনারেল সেটিং কি 
  • কিভাবে সেটআপ করতে হয়
  • সাধারণ সেটিং এর প্রয়োজনীয়তা 

চলুন তাহলে জেনে নেয়া যাক ওয়েবসাইটের সাধারণ সেটিং সম্পর্কে | 

জেনারেল সেটিং কি

জেনারেল বা সাধারণ সেটিং বলতে  ওয়াডপ্রেস ওয়েবসাইটের  মৌলিক কনফিগারেশন করাকে বোঝায়  আর  জেনারেল সেটিং এর মাধ্যমে  ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের   ওনার অথবা  ড্যাশবোর্ড এর এক্সেস  প্রাপ্ত যে কেউ এই সেটিং কনফিগারেশন করতে পারবে |

কিভাবে সেটআপ করতে হয়

  • প্রথমে ড্যাশবোর্ড এর সেটিং অপশনে ক্লিক করতে হবে | নিচের ইমেজের মত একটি পেজ ওপেন হবে |
  • জেনারেল অপশনে ক্লিক করতে হবে |  এই অপশনে ক্লিক করলে নিউ  সেকশন দেখা যাবে |
  • সাইট টাইটেল – টেমপ্লেট হেডারে আপনার ওয়েবসাইটের নামটি প্রদর্শিত হবে | আপনি যে ডোমেইনটি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান সেই নামটি সাইট টাইটেল লিখে দিবেন |  বাই ডিফল্ট আপনার  ডোমেইনটি  এখানে শো করবে |
  • ট্যাগ লাইন –  এক বা দুই লাইনে আপনার ওয়েবসাইটটি স্লোগান লিখে দিবেন এই সেকশনে
  • ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস –  এই সেকশনে আপনার ওয়েবসাইটের কোর ফাইল গুলো জমা থাকবে
  • সাইড অ্যাড্রেস –  এই সেকশনে আপনার ওয়েব সাইটের লিংকটি প্রবেশ করবেন যা ব্রাউজারে প্রদর্শিত হবে |
  • অ্যাডমিনিস্ট্রেশন  ইমেইল এড্রেস-  এখানে আপনি জিমেইল টি ব্যবহার করবেন সেটি আপনার ওয়েবসাইটে কোন রকমের সমস্যা হলে বা পাসওয়ার্ড ভুলে গেলে আপনি ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন |  এখানে আপনি আপনার ইমেইল এড্রেস ব্যবহার করবেন
  • মেম্বারশিপ –  এই অপশনের মাধ্যমে আপনি যদি জান আপনার ওয়েব সাইটে  নিউ ইউজার  রেজিস্ট্রেশন করুক তাহলে বক্সের ভেতর টিক মার্ক দিয়ে দিবেন |  যার মাধ্যমে আপনার ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে পারবে |
  • নিউ ইউজার রোল – নতুন রেজিস্ট্রেশন করা ইউজার আপনার ওয়েব সাইটে কি ধরনের অ্যাক্সেস পাবে  সেটি বাই ডিফল্ট এখান থেকে সেট করে দিতে পারবেন
  • টাইম জোন –  এই অপশনের মাধ্যমে যে কোন কান্ট্রির টাইম সেট আপ করে নিতে পারবেন
  • ডেট ফরমেট-  আপনি আপনার ইচ্ছামতো যেকোনো ফরমেটে তারিখ সেট করে নিতে পারেন এই অপশনের মাধ্যমে 
  •  টাইম ফরমেট –  আপনি যে কোন ফরমেটে সময়কে সেট করে নিতে পারবেন
  • উইক স্টার্ট অন –  এখান থেকে ওয়াডপ্রেস ক্যালেন্ডারের সপ্তাহের শুরুর দিন সেটাপ করে নিতে পারবেন | বাই ডিফল্ট  সোমবার থেকে শুরু হয়, কোন দিন থেকে আপনার ওয়েবসাইটের  কাজের সপ্তাহ শুরু হবে  সেটাই এখানে সেট করে নিবেন |
  • সেভ চেঞ্জেস-  আপনি  উপরের  সবগুলো  সেকশন চেঞ্জ করার পরে অবশ্যই সেভ চেঞ্জ বাটনে ক্লিক করবেন  | যা আপনার  কাস্টোমাইজকৃত প্রত্যেকটি ইনফর্মেশন আপনার ওয়েবসাইটে সংরক্ষণ করে রাখবে |

মূলত একটি ওয়েবসাইটকে সুন্দর ভাবে সেটআপ করার জন্য সেটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |  সেটিংস এর প্রত্যেকটি সেকশন কাস্টমাইজেবল |

তাহলে আজকে আমরা বুঝতে পারলাম কিভাবে ওয়াডপ্রেস ওয়েবসাইটের জেনারেল সেটিং কাজ করে |  যদি এই বিষয়ে কোন সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্টে জানাবেন |  আমরা অবশ্যই আপনার সমস্যা সমাধানে সাহায্য করবো | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *