WigMarketing

কম্পিউটার ভাইরাস কি ? প্রকারভেদ এবং ভাইরাস থেকে রক্ষার উপায় ?

what is computer virus

কম্পিউটার ভাইরাস কি

কম্পিউটার ভাইরাস হলো হ্যাকারদের তৈরিকৃত এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম বা ম্যালওয়ার যা কম্পিউটারের মধ্যে অবস্থান করে ব্যক্তিগত তথ্য চুরি ও নষ্ট করে ।

কম্পিউটারের ক্ষতিকর ভাইরাস তৈরির মূল উদ্দেশ্য হলো ভিকটিমদের ব্যক্তিগত তথ্য চুরি করা, ব্ল্যাকমেইল করা, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ও অন্যান্য গোপন তথ্য হাতিয়ে নেওয়া এবং গ্রাহকের রুচি ও পছন্দ থার্ড পার্টির কাছে বিক্রয় করা ।

কম্পিউটার ভাইরাস কি এর প্রকারভেদ আলোচনা কর

কম্পিউটার ভাইরাসের সাধারণত নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই কারণ প্রতি নিয়ত নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে এবং বিভিন্ন নামে সেটি অনলাইনে ছড়িয়ে পড়ছে । তবে বহুল আলোচিত কয়েক প্রকার কম্পিউটার ভাইরাসের নাম জেনে আসি ।

রেসিডেন্ট ভাইরাস (resident virus )

এটি হলো এক ধরনের মেমোরি ইনফেক্টেড ভাইরাস সাধারণত এক্সটার্নাল মেমোরি বা RAM এর মধ্যে ছড়িয়ে থাকে । এবারে সে কারণে কম্পিউটার স্লো হয়ে যায়, সফটওয়্যার গুলো ভালোভাবে কাজ করা বন্ধ করে দেয়, কম্পিউটারে মাদারবোর্ডের মেমোরি গুলোও ডিলিট করে দেয় । 

প্রিমিয়াম প্যাকেজ ভাইরাস (premium package virus)

এগুলো সাধারণত ভাইরাস না, তবে এ ধরনের সফটওয়্যার গুলো কম্পিউটারে ক্ষতিসাধন করার কারণে এগুলোকে ভাইরাস হিসেবে অন্তর্ভুক্ত করা হয় । মার্কেটপ্লেসে বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার কিনতে পাওয়া যায় যেই অ্যাপস কোন ডিভাইসে ইন্সটল করা মাত্রই সেই ডিভাইসের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব যেমন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ, ক্যামেরা নিয়ন্ত্রণ এবং অন্যান্য অংশ নিয়ন্ত্রণ । 

web scripting virus (ওয়েব স্ক্রিপ্টিং ভাইরাস)

SQL, JavaScript ও ক্ষতিকর প্রোগ্রাম তৈরি করে সেটির লিংক ব্যবহারকারীর কম্পিউটারে দিয়ে দেওয়া হয় । ব্যবহারকারী সেই লিংকে ক্লিক করা মাত্রই ভাইরাস গুলো তার কম্পিউটারে ছড়িয়ে পড়বে । সাধারণত ফেসবুক, ইমেইল এবং অন্যান্য ভিডিও চ্যানেলের মাধ্যমে এই লিংকগুলোতে ব্যবহারকারীকে ক্লিক করতে আকৃষ্ট করা হয় । বিভিন্ন ক্রাক ফাইল সফটওয়্যার এর মাধ্যমে এই ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে থাকে ।

নেটওয়ার্ক ভাইরাস (network virus)

পাবলিক ওয়াইফাই কানেকশন, ফ্রি ইন্টারনেট কানেকশন এবং হটস্পট কানেকশনের মাধ্যমে ছড়িয়ে থাকে । পাবলিক ওয়াইফাই হলো এক ধরনের ফাঁদ, সাধারণত হ্যাকাররা এ ধরনের নেটওয়ার্কের মধ্যে আগে থেকেই ভাইরাস ইঞ্জেক্ট করে রাখে, কোন ডিভাইস কানেক্ট হলেই সেই ডিভাইস ভাইরাস এফেক্টেড হয়ে যায় ।

ম্যাক্রো ভাইরাস Macro Virus : 

বহুল পরিচিত ম্যাক্রো ভাইরাসের মধ্যে রয়েছে ransomware, melissa virus এবং locy strain সাধারণত অনলাইন থেকে ডাউনলোড প্রীত doc ফাইল, ইমেইল অন্যান্য মাধ্যমে এ ভাইরাস গুলো কম্পিউটারের মধ্যে ছড়িয়ে পড়ে ।

ক্ষতিকর ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার নিয়ম

 • ভাইরাস আক্রান্ত কম্পিউটারে পুনরায় নতুন উইন্ডোজ ইনস্টল করা
 • ক্র্যাক ফাইল সফটওয়্যার ব্যবহার না করা 
 • প্রিমিয়াম এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা
 • উইন্ডোজের সকল সিকিউরিটি সিস্টেম অন করে দেওয়া
 • ডাউনলোডেড ফাইলের ইমেইল এটাচমেন্ট গুলো স্ক্যান করে নেওয়া
 • আনঅফিসিয়াল সাইট থেকে কিছু ডাউনলোড না করা
 • পপ-আপ বিজ্ঞাপনে ক্লিক না করা
 • পাবলিক ওয়াইফাই কানেক্ট না করা
 • ইউএসবি ড্রাইভ কানেক্ট করার পূর্বে স্ক্যান করে নেওয়া

কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে ?

 • ব্যক্তিগত তথ্য চুরি বা নষ্টঃ  কম্পিউটার ভাইরাসের সবথেকে ভয়াবহ দিক হলো ব্যক্তিগত তথ্য চুরি করা, অনলাইনে ছড়িয়ে দেওয়া বা তৃতীয় কোন ব্যক্তির কাছে বিক্রয় করে দেওয়া।
 • ব্ল্যাকমেইল করাঃ ব্যবহারকারীর তথ্য চুরি করে অর্থ দাবি করবে, বিভিন্ন গোপন তথ্য অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি দেখাবে, সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চুরি করবে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত কাজগুলো সে করে যাবে।
 • কম্পিউটারের পারফরম্যান্স স্লো করে দেয়ঃ কম্পিউটার অতিরিক্ত ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারের সব এপ্লিকেশনগুলো স্মুথলি কাজ করা বন্ধ করে দেয় । কিছু কিছু অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে যায় । সে ক্ষেত্রে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করলে সমাধান পেতে পারেন ।
 • সম্পূর্ণ কম্পিউটারে নিয়ন্ত্রণ নেওয়াঃ কিছু শক্তিশালী ভাইরাসের মাধ্যমে আপনার কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া সম্ভব । যার ফলে হ্যাকাররা ইচ্ছামত আপনার কম্পিউটারের যেকোনো ফাইল ওপেন করতে পারবে এমনকি ডিলিট করতে পারবে ।

কম্পিউটার ভাইরাস কিভাবে ছড়ায় 

কোন ভাইরাস অটোমেটিক্যালি ছড়াতে পারে না, প্রতিটা ভাইরাস কোনদিন কোন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ডিভাইসে ছড়িয়ে পড়ে । 

যেমন কোন ভাইরাস পাবলিক ওয়াইফাই ব্যবহার করে ছড়াই, সোশ্যাল মিডিয়ার লিংক এর মাধ্যমে ছড়ায়, আবার কোন ভাইরাস সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের দুর্বল দিক দিয়ে অ্যাটাক করে, আবার কম্পিউটারের দুর্বল সিকিউরিটি সেটিং এর জন্য বিভিন্ন রকম ভাইরাস অ্যাটাক করতে পারে । কম্পিউটার সিকিউরিটি সেটিং এবং ইন্টারনেট ব্যবহারে যদি আমরা সচেতন হই তাহলে এই ধরনের ভাইরাস অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব ।

কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ গুলো কি কি ?

 • কম্পিউটার পারফরমেন্স স্লো হয়ে যায়
 • সংরক্ষিত তথ্য গুলো নষ্ট হয়ে যাবে
 • অটোমেটিক্যালি বিভিন্ন বিজ্ঞাপন ও নোটিফিকেশন কম্পিউটার দেখাবে 
 • ইন্টারনেট স্পিড স্লো হয়ে যাবে 
 • বিভিন্ন ফাইল ডিলিট হয়ে যাবে

কম্পিউটার এন্টিভাইরাস কি ?

উত্তরঃ  কম্পিউটার এন্টিভাইরাস ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে । সাধারণত কম্পিউটারকে ক্ষতিকর ভাইরাস থেকে রক্ষা করার জন্য কম্পিউটার এন্টিভাইরাস ব্যবহার করা হয় । বাংলাদেশ থেকে ৫০০/১০০০ টাকার মধ্যে প্রিমিয়াম প্যাকেজ এন্টিভাইরাস সফটওয়্যার কিনতে পাওয়া যায় ।

কম্পিউটার ভাইরাস কি ধরনের প্রোগ্রাম ?

উত্তরঃ  কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা Assembly language, C++, C, Javascripts  এই ধরনের কম্পিউটার ল্যাংগুয়েজ ব্যাবহার করে তৈরি করা হয় । 

অনলাইনের সকল ভাইরাসই কি ক্ষতিকর ?

উত্তরঃ না, এমন কিছু ভাইরাস আছে যা কম্পিউটারের উপকার করে যেমন full disk encryption or patch vulnerability এই ধরনের ভাইরাস গুলো কোন উদ্দেশ্য নেই । ব্যবহারকারীরা এই ধরনের ভাইরাস তৈরিই করেছে কম্পিউটারের বিভিন্ন কাজকে সহজ করার জন্য । তবে কোন ভাইরাস ক্ষতিকারি হবে নাকি উপকারি হবে ডিপেন্ড করে ডেভলপারের উপরে, কোডিং ডেভেলপার যদি ভালো উদ্দেশ্য এটি ব্যবহার করে তাহলে এটি ভালো হবে ।

কম্পিউটার ভাইরাস কি কখনো শতভাগ বন্ধ করা সম্ভব হবে ?

উত্তরঃ না, ভাইরাস হলে এক ধরনের প্রোগ্রাম যা প্রতিনিয়ত পরিবর্তন করা হচ্ছে এবং নতুন নতুন নামে গ্রাহকদের কম্পিউটারে অ্যাটাক করছে ।

কম্পিউটার ভাইরাস কিভাবে কাজ করে ?

উত্তরঃ প্রতিটা ভাইরাসের সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে যেমন কোনো ভাইরাস তৈরি করা হয় বাণিজ্যিক উদ্দেশ্যে, আবার কোন ভাইরাস গ্রাহকের তথ্যা হাতিয়ে নেয়ার জন্য, কোন ভাইরাস গ্রাহকের তথ্য রক্ষা করার জন্য তৈরি করা হয় । 

প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি ?

উত্তরঃ Creeper program হলো কম্পিউটারের প্রথম ভাইরাস যা ১৯৭১ সালে Bob Thomas BBN এটি প্রথম তৈরি করেছিল ।

প্রথম PC ভাইরাস কে তৈরি করেছিল ?

উত্তরঃ  ১৯৮৬ সালে পাকিস্তানের নাগরিক Basit ও Amjad Farooq প্রথম “Brain” নামের PC ভাইরাস তৈরি করেছিল ।

কম্পিউটার ভাইরাস এর অপর নাম কি ?

উত্তরঃ  কম্পিউটার ভাইরাসের অপর নাম হল ম্যালওয়ার তবে এটি আরো নামেও পরিচিত হতে পারে যেমন স্পাইওয়ার, ট্রোজান ভাইরাস এবং র‍্যানসামওয়ার ভাইরাস ।

ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান করে ?

উত্তরঃ কম্পিউটারে হার্ডডিক্সের বিভিন্ন ফোল্ডার বা ফাইলে, মাদারবোর্ডে, এছাড়াও বিভিন্ন সফটওয়্যার বা ডাউনলোডকৃত ফাইলের মধ্যেও ভাইরাস থাকতে পারে ।