WigMarketing

চ্যাট জিপিটি কি? ব্যাবহার? সুবিধা/অসুবিধা?

chatGPT

চ্যাট জিপিটি কি?

ChatGPT হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর উন্নত ভার্সন যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান দিয়ে থাকে।

Chat GPT সম্পূর্ণ নাম হলো Chat Generative Pre-trained Transformer, যেটি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের একটি উন্নত ভার্সন।

বিলিয়ন বিলিয়ন শব্দ ভান্ডারের সমন্বয়ে তৈরি করা হয়েছে চ্যাট জিপিটি যার ফলে আপনার যেকোনো ধরনের প্রশ্ন বুঝতে ও উত্তর দিতে সক্ষম।

চ্যাট জিপিটি কারা আবিষ্কার করল ?

একটি রিসার্চ অর্গানাইজেশন “OpenAI” কোম্পানি চ্যাট জিপিটি তৈরি করেছে । 

২০১৫ সালে OpenAI এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়, প্রথম থেকেই এই কোম্পানির সাথে জড়িত ছিলেন বিশ্বখ্যাত টেকনোলজিস্ট এলন মাস্ক, সাম আলটম্যান, গ্রেগ ব্রকম্যান, ইলিয়া সুটস্কেভার, জন শুলম্যান এবং ভয়েচ জারেম্বা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

OpenAI হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি এ কোম্পানির মূল কাজ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে রিসার্চ করা এবং এরকম প্রোডাক্ট তৈরি করা।

শুরু থেকেই এই কোম্পানি অনেকগুলো AI টুল তৈরি করেছে যার মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলো ChatGPT এবং DALL.E

OpenAI হল একটি রিসার্চ অর্গানাইজেশন এবং এটি মাইক্রোসফট কোম্পানির ১ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট নিয়ে কাজ শুরু করে। একদম শুরু থেকেই মাইক্রোসফট নিজেই কোম্পানির জন্য বিসাল এমাউন্টের বিনিয়োগ করেছে এবং নিজস্ব ক্লাউড কম্পিউটিং সার্ভিস Azure ব্যবহার করার সুযোগ দিয়ে এই ChatGPT কে আরো উন্নত করেছে।

অনেক গবেষকদের ধারণা ছিল ভবিষ্যতে AI (artificial intelligence) এর ব্যাপক উন্নত হবে তবে এটা যে এত তাড়াতাড়ি চলে আসবে এটা কেউ ভাবতে পারিনি। ২০২০ সালের দিকেও সবাই ভাবতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ২০৩৩ সালের দিকে উন্নত হতে পারে তবে আমরা তা ২০২২ সালেই করে দেখিয়েছি।

একটি রিপোর্টে বলা হয়েছে চ্যাট জিপিটি ২০২৪ সাল নাগাদ প্রায় ১ বিলিয়ন ডলারের রেভিনিউ অর্জন করবে।

চ্যাট জিপিটি তৈরি করা হয়েছে GPT-3.5 ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ ট্রেনিং সেশন কমপ্লিট করেছে Microsoft Azure কোম্পানি।

চ্যাট জিপিটির এই মডেলটা ট্রেনিং দেয়া হয়েছে (RLHF) reinforcement learning from human feedback এই মেথড টা ব্যবহার করে।

এখন পর্যন্ত চ্যাট জিপিটি নিজেকে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট হিসেবে ব্যাপকভাবে প্রমাণ করেছে।

হতে পারে OpenAI এর আপকামিং GPT4 আরো উন্নত এবং ন্যাচারাল।

GPT-3.5 ল্যাঙ্গুয়েজে ৩০০ বিলিয়নের বেশি শব্দভাণ্ডার ব্যবহার করা হয়েছে যার ফলে বিভিন্ন শব্দের সমন্বয়ে তৈরিকৃত বাক্যটি শতভাগ অর্থপূর্ণ এবং ন্যাচারাল মনে হয়। 

সর্বপরি চ্যাট জিপিটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেটি একদম মানুষের মতো উত্তর দিতে পারে। বর্তমানে openai কোম্পানির chatGPT জানান দিচ্ছে ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা শক্তিশালী হতে পারে।

চ্যাট জিপিটি কি কি সুবিধা পাওয়া যাবে

  • প্রোগ্রামিং কোড লেখা যাবে
  • কনটেন্ট লেখা যাবে
  • প্রশ্নের উত্তর জানা যাবে
  • যে কোন ভাষায় ট্রান্সলেট করা যাবে
  • কবিতা, গান, উপন্যাস, গল্প এবং অন্যান্য সাহিত্য লেখা যাবে
  • বিভিন্ন রিকমেন্ডেশন লেটার লেখা যাবে
  • ইমেইল রাইটিং, অটোমেটিক চ্যাট রিপ্লাই, ভিডিও স্ক্রিপট লেখা
  • কোন অনুষ্ঠানের প্ল্যান তৈরি করা

চ্যাট জিপিটির প্রধান বৈশিষ্ট্য গুলো কি কি ?

চ্যাট জিপিটির অনেকগুলো ইউনিক বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য এই AI টুলস টি অন্য যেকোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস থেকে বেস্ট।

  1. সাবলীলভাবে যেকোন প্রশ্নের উত্তর দেওয়া অথবা কনভারসেশন চালিয়ে যাওয়া।
  2. শব্দভাণ্ডার কে জোড়া লাগানোর ক্ষমতা এবং সেটি অর্থবোধক বাক্যে পরিণত করা।
  3. সৃজনশীল উপায়ে কন্টেন্ট তৈরি করার দক্ষতা।
  4. গণিত সমস্যা সমাধান করার মতো দক্ষতা রয়েছে।
  5. কোন বাক্যের গ্রামেটিক্যাল ভুল খুঁজে বের করা এবং সেটি সংশোধন করা।
  6. প্রোগ্রামিং এর ভুল চিহ্নিত করা এবং সমাধান করার মতোও বৈশিষ্ট্য রয়েছে।
  7. বর্তমানে চ্যাট জিপিটির ফ্রি এবং প্রিমিয়াম দুইটি ভার্সন রয়েছে।
  8. এখানে কোন ভিডিও, ইমেজ, এডাল্ট কন্টেন্ট, ক্যাসিনো, বিতর্কিত বিষয়, চ্যাট জিপিটির ব্যক্তিগত মতামত এবং সহিংসা তৈরি করে এমন কোন তথ্য চ্যাট জিপিটি প্রদান করে না।

চ্যাট জিপিটি তে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন?

প্রথম ধাপঃ  chat.openai.com এই ওয়েবসাইটটিতে ব্রাউজ করে।

দ্বিতীয় ধাপঃ  জিমেইল এবং ফোন নাম্বার ব্যবহার করে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।

তৃতীয় ধাপঃ  জিমেইল এবং ফোন নাম্বারে এই একাউন্টটি ভেরিফাই করে নিন এবং পুনরায় এই ওয়েবসাইটে লগইন করুন।

চ্যাট জিপিটির প্রধান অসুবিধাগুলো কি কি ?

  • চ্যাট জিপিটি মূলত আর্টিফিশিয়াল টেকনোলজি নির্ভর এখানে মানুষের চিন্তা ভাবনা করার ক্রিয়েটিভিটি ক্ষমতা কমিয়ে দিতে পারে।
  • ২০২১ সালের পরে সংগঠিত বিভিন্ন ঘটনা ও তথ্য সম্পর্কে চ্যাট জিপিটির খুব কম ধারণা রয়েছে।
  • চ্যাট জিপিটির টেকনিক্যাল দক্ষতার অভাব রয়েছে এজন্য চোখ বন্ধ করে যে কোন পরামর্শ ও সমাধান চ্যাট জিপিটি থেকে গ্রহণ করা যাবে না।
  • চ্যাট জিপিটি সবসময় পক্ষপাতহীন তথ্য প্রদান করে এজন্য ব্যবহারকারীকে এটি বুঝে নিয়ে সেই তথ্যগুলোকে যাচাই বাছাই করতে হবে।
  • বর্তমানে চ্যাট জিপিতে শুধুই টেক্সট রেজাল্ট পাওয়া যাবে অর্থাৎ এখানে কোন অডিও, ভিডিও, টুলস বা ইমেজ জাতীয় রেজাল্ট পাবেন না।
  • এটি অনেক সময় ভুল উত্তর দিয়ে থাকে এবং বারংবার একই ধরনের কাজ করতে পারে।

চ্যাট জিপিটির বিকল্প টুলস কি?

  • BARD A|: এই ল্যাংগুয়েজ মডেলটি তৈরি করেছে গুগল বিভিন্ন প্রশ্ন ও উত্তর এবং সেন্টিমেন্ট এনালাইসিস করার জন্য এটি তৈরি করা হয়েছে।
  • ELMO: এটি অনেক কন্ট্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি AllenNLP কোম্পানি এই AI টুলস টি তৈরি করেছে।
  • Jasper Chat: চ্যাট জিপিটির বিকল্প হিসেবে Jasper Chat  খুবই কার্যকরী টুলস, যেটি সম্পূর্ণ চ্যাট জিপিটির মতোই কাজ করে ।
  • Chatsonic Twitter bot: এটি টুইটারের তৈরিকৃত একটি AI বট যার মাধ্যমে অটোমেটিক রিপ্লাই এবং টুইটার পোস্ট তৈরি করা যায়।
  • ChatSonic: এটি হলো একটি পাওয়ারফুল AI এক্সটেনশন, যার মাধ্যমে অটোমেটিক্যালি কনটেন্ট লেখা যায়।

চ্যাট জিপিটির ভবিষ্যৎ কেমন

৩০শে নভেম্বর ২০২২ সালে চ্যাট জিপিটি সবার জন্য উন্মুক্ত করা হয়, এটি চালু করার মাত্র পাঁচ দিনের মধ্যে এর ব্যবহারকারীর সংখ্যা ৫ মিলিয়ন হয়ে যায়।

যেখানে নেটফ্লিক্সের ৫ মিলিয়ন ব্যবহারকারী সংখ্যা করতে সময় লেগেছিল সাড়ে তিন বছর আবার আইফোনের পাঁচ মিলিয়ন ব্যবহারকারীর সংখ্যা করতে সময় লেগেছিল ৭৪ দিন এবং ফেসবুকের পাঁচ মিলিয়ন ব্যবহারকারীর সংখ্যা করতে সময় লেগেছিল ১০ মাস এর মানে বুঝতেই পারছেন চ্যাট জিপিটি বর্তমানে কতটা বেশি জনপ্রিয় হয়ে আছে।

ধারণা করা হচ্ছে চ্যাট জিপিটি ভবিষ্যতে আরও বড় কোন বিপ্লব নিয়ে আসবে। কারণ GPT-3.5 এ কোন ছবি বা ভিডিও রিলেটেড উত্তর পাওয়া যায় না, GPT এর পরবর্তী ভার্সনে যদি অডিও, ভিডিও, ইমেজ, টুলস এবং বিভিন্ন ভাষায় ব্যবহার করা এই ধরনের ফিচার যুক্ত করা হয় তাহলে অনেক বড় বিপ্লব সংঘটিত হতে পারে।

চ্যাট জিপিটির সাথে ওয়ার্ল্ডের জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট রয়েছে সেই সাথে রয়েছে মাল্টি বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট। প্রযুক্তি এবং অপরচুনিটি কোন কিছুতেই কমতি রাখা হয়নি যার ফলে ধারণার থেকেও কম সময়ের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। জানান দিচ্ছে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের প্রযুক্তি কতটা বেশি শক্তিশালী হতে পারে।

স্বাস্থ্য ক্ষেত্রে চ্যাট জিপিটির ব্যবহার

স্বাস্থ্য সেবাঃ অদূর ভবিষ্যতে চ্যাট জিপিটি ব্যবহার করে ব্যাপকভাবে অনলাইন ভিত্তিক স্বাস্থ্য সেবা প্রদান করা যাবে।

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহারঃ পার্সোনাল অ্যাসিস্টেন্ট সাধারণত মালিকের বিভিন্ন কাজ করতে সাহায্য করে যেমন রুটিন তৈরি করে দেয়, বিভিন্ন হিসাব-নিকাশ মনে রাখে, বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে  আলাপ-আলোচনা করে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়। ভবিষ্যতে চ্যাট জিপিটি এরকম পারসোনাল অ্যাসিস্ট্যান্ট এর কাজ একাই করে দিবে এজন্য আলাদাভাবে কোন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে না।

ব্যবসায়ী ক্ষেত্রে চ্যাট জিপিটির ব্যবহার 

যেকোনো ব্যবসায়ের কাজ অটোমেশন করার জন্য চ্যাট জিপিটি ব্যাপকভাবে ব্যবহার করা যাবে।

  • ডাটা এন্ট্রি করার জন্য চার জিপিটি ব্যবহার করা যাবে
  • যেকোনো অ্যাপোয়েন্টমেন্ট সিডিউল তৈরি করা
  • যেকোনো হিসাব নিকাশ করার জন্য
  • বিজনেস সম্পর্কে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য
  • কস্ট সেভিং, প্রোডাক্টিভিটি বাড়ানো, ঝুকি কমানো এবং অন্যান্য ম্যানেজমেন্ট এর জন্য বিভিন্ন পরামর্শএ নেয়া যাবে
  • প্রেজেন্টেশন তৈরি বা স্লাইড তৈরির কাজও চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন
  • চ্যাট জিপিটি ব্যবহার করে কাস্টমারকে অটোমেটিক রিপ্লাই দেওয়া যাবে কাস্টমারের সকল প্রশ্নের উত্তর একদম মানুষের মতই দেবে।
  • বিভিন্ন ফিনান্সিয়াল প্ল্যানিং, হিউম্যান রিসোর্স প্ল্যানিং এবং বিভিন্ন টিপস ও সাজেশন নেয়া যাবে

ফ্রিল্যান্সিং ক্ষেত্রে চ্যাট জিপিটির ব্যবহার

ফ্রিল্যান্সিংয়ের এমন অনেক সেক্টর হয়েছে যেখানে চ্যাট জিপিটি অনেক বড় সহায়ক ভূমিকা পালন করছে।

  • ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং

চ্যাট জিপিটি ডাটা এন্ট্রি কাজগুলো অনেকটা সহজ করে দিয়েছে। যেকোনো টপিক নিয়ে রিসার্চ করা, গুরুত্বপূর্ণ তথ্যকে সহজে খুঁজে বের করা, কোন তথ্যের উৎস, তারিখ এমনকি রেফারেন্স লিংকও সহজেই খুঁজে পাওয়া যাবে।  তথ্য গবেষণা এবং নতুন ভঙ্গিতে কোন বাক্য লেখার ক্ষেত্রেও এই AI টুল টি ব্যবহার করা যাবে।

যেকোনো তথ্যের সত্যতা যাচাই করা,ডাটা এনালাইসিস, অর্গানাইজিং এবং দিন, তারিখ খুঁজে বের করার চ্যাট জিপিটি ব্যবহার করা যাবে। কোন কনটেন্টের গ্রামেটিক্যাল ভুল খুঁজে বের করা এবং সমাধান করা যাবে।

এসব কারণে যারা ডাটা এন্টির ফ্রিল্যান্সিং করে তারা এই চ্যাট জিপিটি ব্যবহার করে তাদের উপার্জনকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারবে।

  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে চ্যাট জিপিটির ব্যবহার

অন-পেজ অপটিমাইজেশনে জিপিটি ব্যবহার করা যেতে পারে যেমন কনটেন্ট এর হেডিং জেনারেট করা, টাইটেল জেনারেট করা, এসইও ফ্রেন্ডলি প্যারাগ্রাফ লেখা, মেটা ডিস্ক্রিপসন লেখা এই ধরনের কাজের চ্যাট জিপিটি ডাইরেক্টলি আপনাকে সাহায্য করবে।

এছাড়াও গুগল সার্চ কন্ট্রোলে টেকনিক্যাল Error দেখা দিলে এই সমস্যারও সমাধান চ্যাট জিপিটি থেকে পেয়ে যাবেন।

কোন ওয়েবসাইট কেন ইনডেক্স হচ্ছে না, কেন রেংকিং হচ্ছে না, কিংবা কোন টেকনিক্যাল সমস্যার জন্য কি কি ইফেক্ট পড়তে পারে এই সব কিছুরই গাইডলাইন আপনি এখান থেকে পেয়ে যাবেন।

আপনার ক্লাইন্ট ওয়েবসাইটে কোন টেকনিক্যাল সমস্যা হলে সেই সমস্যা কেন তৈরি হয়েছে এবং সম্ভাব্য সমাধান কি এই সবকিছুই এখানে পেয়ে যাবেন এজন্য আপনাকে আলাদা ভাবে কোন ট্রেনিং সেন্টার কিংবা কোন মেন্টরের কাছে যাওয়া লাগবে না।

  • প্রোগ্রামিং এর ক্ষেত্রে চ্যাট জিপিটি 

চ্যাট জিপিটি যেকোনো ধরনের প্রোগ্রাম লিখতে সক্ষম এবং সেই প্রোগ্রামে কোন ভুল আছে কিনা সেটিও ডিটেক্ট করতে পারে।

কোন প্রোগ্রামে নিয়ে ভুল থাকলে এর সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটিও সে বলে দেয়। যেকোনো সেকশনের কোড ইমপ্রুভ করা, রিরাইট করা এবং বিভিন্ন ইন্সট্রাকশন দিয়ে কোড গুলো কে আরো ভালোভাবে ডেভলপ করতে সহায়তা করে।

আমাদের অবশ্যই মনে রাখা উচিত চ্যাট জিপিটি সব সময় ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে এর মানে যে ব্যক্তি যত ভাল ইন্সট্রাকশন দিতে পারবে এবং কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে, তা হলেই চ্যাট জিপিটি বেস্ট রেজাল্ট দেখাবে।

এজন্য কোন কোডের ভুল খুঁজে পাবার জন্য এই কোড সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন দিতে হবে।

  • ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে চ্যাট জিপিটি

ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট রাইটিং এবং মার্কেটিং রিলেটেড আকর্ষণীয় কন্টেন্ট লেখা এইসব ক্ষেত্রেই চ্যাট জিপিটি ব্যবহার যাবে।

নতুন কোন ইমেইল লেখা অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কন্টেন্ট লেখা, ইউটিউব ভিডিও তৈরি করার প্লানিং করা অথবা সেই ভিডিওর স্ক্রিপ্ট লেখা এসব কাজই চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন। এর ফলে যে কোন ফ্রিল্যান্সারের জন্য এই ধরনের মার্কেটিং এর কাজটা আরেকটু সহজ হয়ে গেল।

  • অ্যাপস ডেভেলপমেন্ট

চ্যাট জিপিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সিস্টেম যেকোনো apps তৈরি করার জন্য সেই এপসের ফিচার, ফাংশন, থিম, কালার, কীওয়ার্ড এবং অন্যান্য তথ্যগুলো একত্রিত করে একটি স্ট্রাটেজিক প্ল্যান তৈরি করে দিবে। এই অ্যাপের বিভিন্ন কনটেন্ট, মার্কেটিং পলিসি, কাস্টমার পলিসি, এপসের ডেভেলপমেন্ট প্রসেস এবং কাস্টমার সাপোর্ট ও অন্যান্য রুলস রেগুলেশন তৈরি করতে সহায়তা করবে।

সম্পূর্ণ অ্যাপের একটি আনুমানিক স্ট্রাকচার তৈরি করে দিবে যে কাজগুলো আপনার সময় বাঁচিয়ে দিবে। 

জিপিটি নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর 

প্রশ্নঃ চ্যাট জিপিটি কোন কোন ভাষায় ব্যবহার করা যায় ?

উত্তরঃ সকল ভাষায় ব্যাবহার করা যায় তবে ইংরেজি ভাষায় ব্যাবহার করলে বেশি সুবিধা পাওয়া যায়।

প্রশ্নঃ চ্যাট জিপিটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ?

উত্তরঃ ৩০ এ নভেম্বর ২০২২ সালের পর থেকে 

প্রশ্নঃ জিপিটি কি আপনার কনভারসেশনাল ডাটা সেভ করে রাখে ?

উত্তরঃ হ্যাঁ, আপনি যে কোন সময় আপনার অতীতের সব ধরনের কনভারসেশন এখানে দেখতে পারবেন।

প্রশ্নঃ চ্যাট জিপিটি কবে যাত্রা শুরু করে ?

উত্তরঃ ৩০শে নভেম্বর ২০২২ সালে।

প্রশ্নঃ চ্যাট জিপিটি কি ডাউনলোড করার প্রয়োজন আছে ?

উত্তরঃ এখন পর্যন্ত এটি ডাউনলোড করার প্রয়োজন নেই, কারণ এখনো এর অ্যাপস তৈরি হয়নি তবে আপনার ডেক্সটপ এর এক্সটেনশন এড করে নিতে পারেন ।

প্রশ্নঃ চ্যাট জিপিটির কারণে বেকারত্ব বৃদ্ধি পাবে কিনা ?

উত্তরঃ যে কোন প্রযুক্তিরই ভালো খারাপ উভয় দিকই রয়েছে, যুগে যুগে বিভিন্ন রকম প্রযুক্তির আবির্ভাবের ফলে মানুষের চাকরি যেমন চলে গিয়েছে ঠিক তেমনি বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এজন্য বলা যায় চ্যাট জিপিটিও ঠিক এমনই হবে। চ্যাট জিপিটিও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করবে, হয়তোবা এখানে নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে, হয়তোবা কিছু মানুষ চাকরি হারাতে পারে তবে এর মানে এই না যে, চ্যাট জিপিটি শুধুমাত্র অসুবিধাই তৈরি করবে।

প্রশ্নঃ কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে চ্যাট জিপিটি বেশি ব্যবহার করা যাবে?

উত্তরঃ 

  • ই-কমার্স এবং রিটেইল ব্যবসায়ের ক্ষেত্রে
  • শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে
  • মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে 
  • হেলথ কেয়ার ব্যবসায়ের ক্ষেত্রে
  • ফ্রিল্যান্সিং ক্ষেত্রে

প্রশ্নঃ চ্যাট জিপিটির কারণ কি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কোন প্রভাব পড়বে ?

উত্তরঃ চ্যাট জিপিটির কারণে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ অবশ্যই কিছু প্রভাব পড়বে, তবে প্রতিটা টেকনোলজিরই ভালো খারাপ উভয় দিকই রয়েছে। চ্যাট জিপিটি ফ্রিল্যান্সারদের কাজ অনেক সহজ করে দিবে এখান থেকে ফ্রিল্যান্সারে অনেক জটিল সমস্যার সমাধান পেয়ে যাবে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে অথবা যে কোন প্রশ্ন ও উত্তর পাওয়ার ক্ষেত্রে চার জিপিটি প্রত্যক্ষ ভূমিকা পালন করবে।