WigMarketing

কিভাবে একটি ওয়ার্ডপ্রেস এর আন্ডারে প্লাগিন ইন্সটল করতে হয়

প্লাগিন হচ্ছে থিমের বাইরে গিয়ে ইউজারকে আরো কিছু ফাংশনালিটি এড করার সুযোগ  দেওয়া | প্লাগিন এর মাধ্যমে আপনি আপনার  ওয়েবসাইটে নতুন ফিচার অ্যাড করতে পারবেন যে আপনার ওয়েবসাইটকে ইউনিক এবং সুন্দর করে তুলতে সাহায্য করবে এবং আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা খুবই কাজ করি ভূমিকা পালন করবে | 

 আজকে আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস  এর আন্ডারে প্লাগিন ইন্সটল করতে হয় এবং  প্লাগিনের অন্যান্য সেটিং গুলো |  তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্লাগিন সেটআপ করার অপশন গুলো দেখে নি –

  • আপনার ব্রাউজার এ গিয়ে আপনার ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে লগইন করবেন  
  • তারপর  ড্যাশবোর্ড এর নিজের থেকে প্লাগিন সেকশন এ ক্লিক করবেন | এখানে আপনি তিনটি সেকশন দেখতে পাবেন ইনস্টলড প্লাগইন ( এখানে আপনি আপনার ওয়েবসাইটের যতগুলো অ্যাক্টিভ এবং ইনস্টল করা প্লাগিন এর লিস্ট দেখতে পাবেন,  এখান থেকে আপনি যদি চান যে কোন টি এক্টিভ ডিএক্টিভ অথবা ডিলিট করে দিতে পারবেন এবং সেটিং এ ক্লিক করে আপনি  প্লাগিন  কাস্টমাইজেশন করতে পারবেন) ,  অ্যাড নিউ ( অ্যাড নিউ সেকশন থেকে আপনি নতুন একটি প্লাগিন আপনার ওয়েবসাইটের আন্ডারে ইন্সটল করতে পারবেন) এবং প্লাগিন এডিটর ( আপনার যদি কোডিং সম্পর্কে ভালো ধারনা থাকে তাহলে আপনি প্লাগিন এডিটর থেকে নাগিন এডিট করে নিতে পারবেন এখান থেকে আপনি চাইলে নতুন কিছু প্লাগিন এর মধ্যে এড করে দিতে পারবেন)| 
  • অ্যাড নিউ বাটন এ ক্লিক করবেন |  আপনার সামনে অনেকগুলা অ্যাক্ট্রেস ওয়েবসাইটের ফ্রী অথবা প্র ভার্শন এর প্ল্যান শো করবে এখান থেকে আপনি আপনার কাঙ্খিত প্লাগিনটি সিলেক্ট করবেন | প্লাগিনটি খুঁজে পাওয়ার জন্য আপনি পাশে থাকা সার্চবক্স ইউজ করতে পারেন এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে plug-in টি প্রয়োজ সে প্লাগিনের নাম লিখে সার্চ দিবেন তাহলে সহজেই খুঁজে পাওয়া সম্ভব হবে | 
  •  ইনস্টল বাটনে ক্লিক করবেন | 
  •  এক্টিভেট  বাটনে ক্লিক করবেন

এভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটি প্লাগিন সেটআপ করতে সক্ষম হবেন |  আপনার পরবর্তীতে যেকোনো প্লাগিন ইন্সটল করার প্রয়োজন হলে সিম্পল অনুসরণ করবেন | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *