WigMarketing

কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের ইউজার ক্রিয়েট করতে হয়

ইউজার হচ্ছে কোন একটি ওয়েবসাইটে বিভিন্ন জনকে প্রবেশের অনুমতি প্রদান করা যার মাধ্যমে সেই ইউজার ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু সেকশনে অ্যাক্সিস নিতে পারে এবং প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন করতে পারে |  ওয়াডপ্রেস ওয়েবসাইটে ইউজার গুরুত্বপূর্ণ | 

 আজ আমরা দেখবো কিভাবে ইউজ করতে হয় এবং অন্যান্য প্রয়োজনীয় সব সেটিংস কিভাবে কাজ করে |

  • প্রথমে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করবেন
  • পাশে থাকা উইজার্ড এর মধ্য থেকে ইউজার সেকশনটি খুঁজে বের করবেন এবং  ইউজার সেকশন এ ক্লিক করবেন |  এখানে তিনটি সেকশন দেখতে পাবেন |
  • অ্যাড নিউ ইউজার ক্লিক করবেন
  •  এখান থেকে আপনার সামনে একটি নিউ পেজ ওপেন হবে |  এখানে যাবতীয় ইনফরমেশনগুলো (  ইউজারনেম,  ইমেইল এড্রেস,  ফার্স্ট নেম,  লাস্ট নেম, ওয়েবসাইট  ইউ আর এল,  পাসওয়ার্ড এবং রোল ) প্রোভাইড করবেন |
  •  সকল ইনফরমেশন গুলো সঠিকভাবে প্রোভাইড করার পর অ্যাড নিউ ইউজার এ ক্লিক করবেন 

 এভাবে আপনি আপনার ওয়েবসাইটের আন্ডারে বিভিন্ন ইউজার ক্রিয়েট করে নিতে পারবেন যা আপনার ওয়েবসাইটের  ড্যাশবোর্ড এর নির্দিষ্ট কিছু অপশন কাস্টমাইজ অথবা ভিউ করার এক্সেস পাবে| 

আপনার ইউজার ক্রিয়েট করার পরে আপনি অল user’s থেকে সকল ইউজারদের নাম ইমেইল রোল এবং ওই ইউজার এর আন্ডারে কতগুলো পোস্ট করা হয়েছে সবগুলো দেখতে পাবেন | 

ইউজার প্রোফাইল থেকে ইউজার অ্যাকাউন্ট টি সম্পূর্ণ রূপে সাজিয়ে নেওয়ার অপশন গুলো দেখতে পাবেন এখান থেকে যেকোনো ইউজার তার প্রোফাইলটিকে সাজিয়ে নিতে পারবে |  এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যার মাধ্যমে একজন ইউজার তার ইউজারনেম বাদে বাকি যে কোন কিছু পরিবর্তন করতে পারবে এমনকি এখানে ইউজার তার পাসওয়ার্ডটিও  নিউ ভাবে সেটআপ করে নিতে পারবে  যেকোনো পরিবর্তনের পর আপডেট প্রোফাইলে ক্লিক করলে ইউজার প্রোফাইল ট্যাবলেট হয়ে যাবে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *