WigMarketing

কিভাবে ওয়াডপ্রেস ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করতে হয়

ওয়াডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে বামপাশের  উইডগেট থেকে আপনি আপনার ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করে নিতে পারবেন |  চলুন দেখি কিভাবে একটি ওয়াডপ্রেস ওয়েবসাইটের  পেজ ক্রিয়েট করতে হয় | 

  • প্রথমে আপনি পেজ সেকশনে যাবেন 
  • অ্যাড নিউ বাটন এ ক্লিক করবেন
  • আপনার ওয়েব পেজ টির নাম লিখবেন 
  • বডি সেকশনে আপনার কন্টাক্ট লিখবেন বা  অন্য কোথাও লেখা থাকলে কনটেন্টটি বডিবিল্ডার পেস্ট করবেন 
  • পাবলিশ বাটনে ক্লিক করবেন 

ক্রিয়েট পেজ এর গুরুত্বপূর্ণ সেকশন বা টুলবার পরিচিতি –

Bold Button/Striking Button: ফন্টকে বোল্ড বা গাঢ় করার জন্য ব্যবহৃত হয়।

Italic: ফন্টকে ইটালিক অক্ষরে রুপান্তরের জন্য ব্যবহৃত হয়।

Word Strike: কন্টেন্টের শব্দ সরানোর জন্য ব্যবহৃত হয়।

Bullet List/ Slug List: কন্টেন্টে বুলেট চিহ্ন যোগ করে।

Number List: কন্টেন্টের লিস্টে নম্বর যোগ করে।

Blockquote: টেক্সটে কোট করে।

Horizontal Line/Level Line: দুটি বাক্যের মধ্যে অনুভুমিক লাইন তৈরি করে।

Left Align: পেজের কন্টেন্টগুলোকে বাম পাশে নিয়ে যায়।

Right Align: পেজের কন্টেন্টগুলোকে ডান পাশে নিয়ে যায়।

Legitimize/Justify: পেজের কন্টেন্টগুলোকে Justify করে।

Add Link: কন্টেন্টে লিংক যুক্ত করে। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখন নিম্নোক্ত পেজ দেখাবে।

এই প্রসেস অনুসরণ করে আপনি আপনার ওয়েবসাইটের যতগুলো  পেজ প্রয়োজন এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *