28/05/2023

কিভাবে ওয়াডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হয়

ডোমেইন এর সাথে ওয়াডপ্রেস  সিএমএস সম্পূর্ণভাবে  সংযোগ করার পর আপনি খুব সহজে এডমিন ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ওয়েবসাইটে  ড্যাশবোর্ড  এ প্রবেশ করতে পারবেন |  তার জন্য আপনাকে একটি নিউ  ট্যাব অপেন করতে হবে |  এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটি প্রবেশ  করাবেন |  ওয়েবসাইটের লিংক এরপর /wp-admin লিখে এন্টার প্রেস করবেন |  এখানে অবশ্যই মনে রাখবেন ইউআরএল সব সময় কেস সেন্সেটিভ হয়  যা সব সময় স্মল লেটার এ হয়  | সুতরাং আপনাকে /wp-admin স্মল লেটার এ লিখতে হবে |  আপনি যদি wp-admin ক্যাপিটাল লেটার এ লেখেন তাহলে এরর শো করবে | 

আপনি যখন wp-admin লিখে ইন্টার ক্লিক করবেন আপনার সামনে একটি নিউ পপ আপ লগইন বক্স আসবে |  যেখানে আপনি পূর্বের প্রদানকৃত ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রবেশ করিয়ে লগইন বাটনে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে  আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে |  এভাবে আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবেন |  এখন থেকে যতবার আপনার  ড্যাশবোর্ডে প্রবেশের প্রয়োজন হবে আপনি  সেম প্রসেস ব্যবহার করে ড্যাশবোর্ডে  এক্সেস নিতে পারবেন | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Open chat
1
Hey, how can I help you?