WigMarketing

পারমালিংক কি এবং কিভাবে সেট করতে হয়

পারমালিংক  হল  নির্দিষ্ট কোন ওয়েবসাইটের পেজ বা পোষ্টের স্থায়ী লিংক যার মাধ্যমে যেকোনো পোস্ট বা পেজ  ভিউ করা যায় | আজকে থেকে আমরা জানবো কিভাবে  ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট  এর  পার্মালিনক সেটাপ করতে হয় | চলুন তাহলে জেনে নেয়া যাক, কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পারমালিংক সেট করতে হয় |

  • প্রথমে  ওয়ার্ডপ্রেস  ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগইন করতে হবে |
  • বাম পাশে উইজেট থেকে সেটিং অপশনে যেতে হবে |
  •  সেটিং অপশন থেকে পারমালিংক এ ক্লিক করতে হবে |  এখানে আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে  উপরের  ইমেজ এর মত | যা প্রতিটি আপনাকে  ওয়েবসাইটে  পারমালিংক সেট করতে সাহায্য করবে |
  • Common Setting – এই সেটিং এর  মধ্য  কয়েকটি অপশন রয়েছে যার থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটি পছন্দমত সেট করে নিতে পারবেন |  যার প্রত্যেকটি কাজ নিচে দেখানো হলো | 
  •  Plain – এটি ওয়েবসাইটের ডিফল্ট সেটিং হিসেবে কাজ করে থাকে |  আপনি যদি কোন  পরিবর্তন না করেন তাহলে আপনার ওয়েবসাইটের লিংক টি সাধারণত এভাবে দেখাবে | 
  • Day and Name – এই অপশনটি আপনার ওয়েবসাইটে সেট করা তারিখ এবং নামে মাধ্যমে ইউআরএল সেট করতে সাহায্য করবে |
  • Month and Name –  এই অপশনটি  ওয়াডপ্রেস ওয়েবসাইটের মাস এবং  নাম অনুযায়ী ইউ আর এল সেট করে |
  • Numbaric – এই অপশনটি  আপনার ওয়েবসাইট এ কতগুলো পোস্ট আছে সেই পোষ্টের কাউন্ট অনুযায়ী  ইউআরএল সেট করবে |
  • Post Name – এটি আপনার ওয়েবসাইটের পোস্ট এর নাম অনুযায়ী ইউআরএল সেট  করবে |  এটাই  সবচেয়ে ব্যবহৃত পারমালিংক |  যেকোনো  ওয়েবসাইট তৈরিতে এই অপশনটি ইউজ করা হয় |
  • Custom Structure – এই অপশনের মাধ্যমে  নিয়ে আপনার ইচ্ছামতো যেকোনো লিংক কাঙ্খিত বক্সে লিখে সেটাপ করে নিতে পারেন |
  • Optional –  এটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট  এর অপশনাল সেটিং  যার মাধ্যমে  আপনি যদি পূর্বে ক্যাটেগরি এবং  ট্যাগ সেট না করে থাকেন তাহলে  অপশনাল  সেটিং থেকে  কাস্টম ভাবে এটা  সেটাপ করে নিতে পারে | এখানে যদি আপনার ওয়েবসাইটের  টেক্সট বক্স খালি থাকে তাহলে আপনি দুটো অপশন দেখতে পাবেন নিচের ইমেজের মত | 
  • Category Base – এই অপশনটি ক্যাটেগরি  ইউ আর এল এর জন্য কাস্টম প্রিফিক্স সেটআপ করতে সাহায্য করে | 
  • Tag Base – ট্যাগ পেজের মাধ্যমে  ওয়েবসাইটে ট্যাংক কাস্টম  প্রিফিক্স ইউ আর এল  সেট করে নিতে পারেন |  

তাহলে আজকের অধ্যায় থেকে আমরা জানতে পারলাম কিভাবে একটি ওয়েবসাইটে পারমালিংক সেট করতে হয় এবং এটি কিভাবে কাজ করে |  এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই  কমেন্টে জানাবেন | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *