WigMarketing

এইচটিএমএল প্যারাগ্রাফ

এইচটিএমএল এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করার জন্য  বিভিন্ন ধরনের ট্যাগ এর প্রয়োজন হয় |  একটা ওয়েবসাইট তৈরিতে কাঙ্খিত কনটেন্ট প্রদান করা হয় |  এইচটিএমএল এ প্যারাগ্রাফ এর মাধ্যমে  প্রদর্শন করা হয় |

আজকের এই টিউটোরিয়াল  এ এইচটিএমএল প্যারাগ্রাফ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে |

এখান থেকে আপনি যা যা জানতে পারবেন –

  • এইচটিএমএল প্যারাগ্রাফ কি ?
  • প্যারাগ্রাফ এর ব্যবহার 

এইচটিএমএল প্যারাগ্রাফ কি?

এইচটিএমএল মার্কআপ ল্যাংগুয়েজ এর মাধ্যমে পেজ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের টাকার প্রয়োজন হয় এবং ওয়েব কনটেন্ট কে ব্রাউজারে প্রদর্শন করানোর জন্য ডিটেলস যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো কে একটা ট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয় এইটাই হচ্ছে  এইচটিএমএল প্যারাগ্রাফ  ট্যাগ |

 এইচটিএমএল প্যারাগ্রাফ ট্যাগকে <p>  দিয়ে প্রকাশ করা হয় |

এইচটিএমএল প্যারাগ্রাফ এর ব্যবহার

যেকোনো ধরনের ওয়েব পেজ তৈরি করার জন্য প্যারাগ্রাফ  সর্বদা ব্যবহার করা হয় |

এইচটিএমএল এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজের মধ্যে কন্টাক্ট প্রবেশ করানো হয় |

প্যারাগ্রাফ সব সময় একটা নতুন লাইনে ওপেন হয় এবং এর আগে ও পরে অটোমেটিকলি একটা ফাঁকা এসপেস নিয়ে নেয় |  

আমরা যদি উদাহরণসহ দেখি তাহলে যেভাবে  একটা প্যারাগ্রাফ  কাজ করে –

<p> এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ  যার মাধ্যমে ওয়েব পেজে বিস্তারিতভাবে কোন কিছু বর্ণনা করা হয় এবং তা ব্রাউজারে প্রদর্শন করানো হয় | </p>

আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটি যদি কোন ব্রাউজারে রান করায় তাহলে এটা কিভাবে প্রদর্শিত হবে এখন আমি ওইটা দেখব –

  • প্রথমে আপনাকে যেকোন একটি এইচটিএমএল এডিটর ওপেন করতে হবে |  এটা হতে পারে নোটপ্যাড, ওয়ার্ড প্যাড,  সাবলাইম টেক্সট, অথবা ভিজুয়াল স্টুডিও কোড সহ যেকোন ধরনের কো-অর্ডিনেটর | 
  •  এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার তৈরি করাতে  হবে |
  •  বেসিক স্ট্রাকচার এর বডি ট্যাগ এর মধ্যে  ক্লিক  করতে হবে 
  •  তারমধ্যে প্যারাগ্রাফ ট্যাগটি ডিক্লেয়ার করতে হবে |  এখানে আপনি আপনার কাংখিত প্রবেশ করাবেন |
  •  আপনার লেখা শেষ হলে  কোড এডিটর  সেভ করবেন
  •  আপনার লেখা  কোডটি  ব্রাউজারে রান করা

 এভাবেই আপনি যেকোন  ওয়েব পেজ তৈরি  করতে এইচটিএমএল  প্যারাগ্রাফ ব্যবহার করতে পারবেন |

 যদি আমরা উপরের লেখা কটি ব্রাউজারে রান করে তাহলে সেটি যেভাবে প্রদর্শিত হবে |

আপনি উপরের প্রদর্শিত স্ট্রাকচার ফলো করে যেকোনো ধরনের প্যারাগ্রাফ এইচটিএমএল এর মাধ্যমে তৈরি করতে পারেন যে আপনার ওয়েব  পেজে  সুন্দরভাবে প্রদর্শিত হবে |

এইচটিএমএল প্যারাগ্রাফ নিয়ে যদি কারো কোন সমস্যা থাকে বা কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *