WigMarketing

এইচটিএমএল লিংক

যেকোনো একটি ওয়েব পেজ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের লিংক ব্যবহার করা হয় এই লিঙ্ক মূলত একটি পেজকে  অন্য একটি ওয়েবপেজের সাথে সংযোগ করতে সাহায্য করে |  যখন কেউ এই লিঙ্কে ক্লিক করে তখন সে অন্য পেজে রি-ডাইরেক্ট হয়ে সেই পেজের ভিউ দেখতে পারে |

আজকের এই  চ্যাপ্টার থেকে আমরা শিখব কিভাবে এইচটিএমএল এ লিঙ্ক ব্যবহার করতে হয় |  চলুন শুরু করা যাক,

আপনি যখন  ওয়েব পেজে কোন লিংক ব্যবহার করতে চাইলেন তার জন্য আপনাকে সেই পেজের কোড গুলো কোন এডিটর এ ওপেন করতে হবে |

  1. যেকোনো একটি কোড এডিটর ওপেন করবেন 
  2. এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার টা তৈরি করবেন 
  3. বডি সেকশন এর ভিতর  লিংক এর সিনটেক্স লিখবেন  – <a href =” link” > এইচটিএমএল লিংক সিনটেক্স </a>
  4. সিনট্যাক্স এর ভিতর আপনার কাঙ্খিত লিঙ্কে প্রবেশ করাবেন |  এখানে দুই ধরনের লিংকআপনি যদি  অ্যাড করতে পারবেন |  যখন আপনি কোন লোকাল লিংক ইউজ করবেন সেখানে আপনাকে https://www  ব্যবহার করতে হবে না |  কিন্তু যখন আপনি অন্য কোন ওয়েবসাইট এর সম্পূর্ণ লিংক ব্যবহার করবেন তখন আপনাকে https://www  ব্যবহার করতে হবে |

উদাহরণ হিসেবে যদি আমরা দেখি,  তাহলে এটি যেভাবে আসবেন-

<a href= “https://wigmarketing.com/”> WigMarketing Digital Service</a>  

  1. উপরের কোড টি আমরা যদি কোন ব্রাউজারে রান  করানো হয় তাহলে  এটি  যেভাবে দেখাবে  |
  1. ব্রাউজার থেকে আপনি যদি উপরে লেখাটির উপরে  মাউস রাখেন তাহলে দেখবেন এটি  ক্লিক যাচ্ছে | লেখার উপর ক্লিক করলে আপনি যে লিঙ্কটি প্রবেশ করেছেন  এটি ডাইরেক্ট হয় ওই লিংকে চলে যাবে |  এখান থেকে আপনি আপনার কাংখিত ওয়েবসাইটে বা ওয়েব পেজে প্রবেশ করতে পারেন |

 উপরের প্রসেস ফলো করে আপনি যেকোন ওয়েব পেজ তৈরি করার সময় লোকাল অথবা এক্সটার্নাল  লিংক  আপনার ওয়েব পেজের সাথে জুড়ে দিতে পারেন |  এর জন্য শুধুমাত্র আপনাকে হাইপারলিংক এর সিনট্যাক্স টা মনে রাখতে হবে |

 এ বিষয়ে যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *