WigMarketing

এইচটিএমএল টেবিল

ওয়েব পেজ তৈরি করার সময় বিভিন্ন ধরনের টেবিল প্রয়োজন হয় | রো এবং কলাম এর মাধ্যমে একটা সুন্দর ডিজাইন তৈরি করে ওয়েবপেজের তথ্যগুলো  সাজানোর ক্ষেত্রে এইচটিএমএল টেবিল ট্যাগ ব্যবহারের করা হয় || 

আজকের এই চ্যাপ্টার থেকে আমরা এইচটিএমএল টেবিল সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো |

এইচটিএমএল ট্যাগ এর ভিতরে বিভিন্ন ধরনের সাবট্যাগ ব্যবহার করে একটি টেবিল কে সম্পন্ন ভাবে ওয়েব পেজে প্রদর্শন করা হয় |

এইচটিএমএল  এর মাধ্যমে টেবিল তৈরিতে ব্যবহৃত ট্যাগ গুলো উল্লেখ করা হলো এবং তাদের কাজ  সম্পর্কে বর্ণনা করা হলো-

  1. <table></table> – টেবিল ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করা হয় |
  2. <th></th> – টেবিলের হেডিং নির্দেশ করতে ব্যবহার করা হয়
  3. <tr> </tr> – টেবিলের Row নির্দেশ করতে ব্যবহার করা হয়
  4. <td> </td> – টেবিলের মধ্যে যে তথ্যগুলো কে দেওয়া হয় সেই তথ্যনির্দেশ করার জন্য ব্যবহার করা হয় |
  5. <caption></caption> – টেবিলের ক্যাপশন সেট করার জন্য ব্যবহার করা হয় এই  ট্যাগটি
  6. <col></col> এলিমেন্ট এর মধ্য কলাম সেট করার জন্য ব্যবহার করা হয় 
  7. <colgroup> অনেকগুলো গ্রুপকে একসাথে ব্যবহার করার জন্য  কাজ করে
  8. <thead></thead> টেবিলের হেডার সেট করার জন্য
  9. <tbody></tbody> টেবিলের বডি সেট করার জন্য
  10. <tfoot></tfoot> টেবিলের  ফুটার সেট করার জন্য

একটি টেবিল তৈরি করার জন্য আপনার উপরের ট্র্যাকগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে |  এখানে আপনি শুধু কোনটা কি কাজে ব্যবহার করা হয় এই ব্যবহার গুলো মনে রাখবেন |

 তাহলে চলেন আমরা দেখে নিজে কিভাবে একটি টেবিল তৈরি করা হয় 

  1. যেকোনো একটি কোড এডিটর ওপেন করবেন
  2. এইচটিএমএল বডি সেকশন এর মধ্যে  আপনি প্রথমে টেবিলটি ডিক্লেয়ার করবেন
  3.  তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দেশ করার জন্য উপর একটি ব্যবহার করা প্রয়োজন সেটি ব্যবহার করবেন |  এখানে প্রত্যেকটি  ট্যাগ  এর সিনটেক্স গুলো নির্ভুলভাবে প্রদান করবেন
  4.  সব তথ্য দেওয়ার পর এডিটর সেভ করবেন
  5.  ব্রাউজারে কোড গুলো রান করবেন |  এখান থেকে আপনি আপনার কাঙ্খিত টেবিলটি ওয়েব ব্রাউজারে দেখতে পাবেন |

 উপরের নির্দেশনা অনুযায়ী আমরা একটি টেবিল তৈরি করি,  মনে করেন এখানে আমরা একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা বিষয়ের  নাম্বার গুলো নিয়ে একটি টেবিল তৈরি করব |  এই ডাটাগুলোকে আমরা একটা টেবিলে প্রদর্শন করাব | 

<table>

            <tbody>

                <tr>

                    <th>Serial Number</th>

                    <th>Name</th>

                    <th>Subject</th>

                    <th>Marks</th>

                </tr>

                <tr>

                    <td>01</td>

                    <td>Anik</td>

                    <td>Bangla</td>

                    <td>90</td>

                </tr>

                <tr>

                    <td>02</td>

                    <td>Babu</td>

                    <td>Bangla</td>

                    <td>87</td>

                </tr>

                <tr>

                    <td>03</td>

                    <td>Jui</td>

                    <td>Bangla</td>

                    <td>89</td>

                </tr>

            </tbody>

        </table>

 এই কোডগুলো যদি ব্রাউজার রান করানো হয় তাহলে যেভাবে শো করবে-

উপরের কোড গুলো ব্রাউজারের  রান করালে এই ইমেজের মতো দেখা যাবে | 

আমরা পূর্বের ভিডিওতে স্টাইলটেক সম্পর্কে জেনেছিলাম আজ আমরা সেই স্টাইলটেক এর মাধ্যমে উপরের টেবিল থেকে ডিজাইন করব |

 এখানে শুধুমাত্র টেবিল ট্যাগ এর মধ্যে আপনার স্টাইলটি অ্যাড করতে হবে | 

<table border=”1” style =”width:100%;”>

এই কোডটি অ্যাড করার পরে যদি আমরা এবার ব্রাউজার রিফ্রেশ করি তাহলে টেবিলটি যেভাবে শো করবে –

উপরের স্ট্রাকচার ফলো করে আপনি যেকোন এইচটিএমএল কোড এর মধ্যে টেবিল তৈরি করতে পারবেন এখানে আপনি ইস্টাইল ব্যবহার করে টেবিলকে  সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন |

এইচটিএমএল টেবিল সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *