WigMarketing

লোকাল এসইও | Local SEO Bangla Introduction Part

  • লোকাল   এসইও কি ?
  • লোকাল এসইও এবং  এসইও  এর মধ্যে পার্থক্য  কি?
  • লোকাল  এসইও কেন দরকার? 
  • কোন ধরনের ওয়েবসাইটের জন্য লোকাল  এসইও প্রয়োজন?
  • লোকাল  এসইও কত প্রকার?
  • লোকাল এসইও জন্য কি কি করতে হবে?

লোকাল এসইও কি ?

লোকাল  এসইও বা লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  হল কোন  বিজনেস  বা ওয়েবসাইটকে নির্দিষ্ট এলাকা বা অডিয়েন্সকে টার্গেট করে অপটিমাইজেশন করা।

যাতে সেই লোকাল বিজনেস টি অথবা ওয়েবসাইটটি লোকাল এরিয়া্র কাস্টমাররা খুব সহজেই খুজে পাই। লোকাল  এসইও   মেইন টার্গেট  হল কোন বিজনেস কে লোকালি ভিজিবল করে তোলা, যাতে  নিয়ারবাই কাস্টমাররা খুব সহজেই আপনার বিজনেস অ্যাড্রেস, ফোন  নাম্বার, ম্যাপ লোকেশন এবং প্রোডাক্ট  গুলো খুঁজে পায়।  

লোকাল এসইও এবং এসইওর  মধ্য মেইন পার্থক্য হল এসইও গ্লোবালি টার্গেট করা হয় আর লোকাল এসিও শুধুমাত্র একটি নির্দিষ্ট অডিয়েন্স বা লোকাল কোন এরিয়াতে টার্গেট করে করা হয়।

মূলত কোন ব্যবসা প্রতিষ্ঠান ভিজিটরকে অনেক বেশি অর্গানিক করার জন্য লোকাল এসইওর গুরুত্ব গ্লোবাল এসইও থেকে অনেক বেশি কারণ লোকাল এর মাধ্যমে আপনি টার্গেটেড এবং অর্গানিক ভিজিটর পাবেন। 

লোকাল এসইও কেন দরকার? 

লোকাল এসইওর মূল উদ্দেশ্য হলো সার্চ ইঞ্জিনকে সুনির্দিষ্ট করে বলে দেওয়া যে আপনার বিজনেসটা এই এরিয়ার মধ্যে অর্থাৎ এই এরিয়ার মধ্যে যত অডিয়েন্স আছে তারা এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি সার্চ দেয় তাহলে আপনার বিজনেস টি সার্চ রেজাল্টে শো করবে। 

লোকাল এসইওর মাধ্যমে যেকোনো কিওয়ার্ড কে খুব ইজিলি র‍্যাংক করা যায়।  কারণ লোকাল এসিও তে লো- ডিফিকাল্টি কিওয়ার্ড পাওয়া যায়।

আপনার বিজনেস যদি গ্লোবালি না হয়ে থাকে শুধুমাত্র লোকাল কাস্টমারকে টার্গেট করে তাহলে লোকাল এসইও আপনার জন্য অনেকটাই বাধ্যতামূলক। 

পারফেক্টলি লোকাল এসিইও করা থাকলে আপনার বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশের সকল কাস্টমার যখন অনলাইনে কোন কিছু সার্চ করবে তখন আপনার বিজনেস কে তারা আগে দেখতে পাবে।

বর্তমানের লোকাল এসইও গুরুত্ব অনেক বেশি যেমন   daraz.com bdshop.com ajkerdeal.com মত ই-কমার্স  ওয়েবসাইটগুলো খুব সহজেই লোকাল  এসইওর মাধ্যমে হাজার হাজার নতুন কাস্টমার খুঁজে নেয়। 

আপনার টার্গেট যদি গ্লোবালি না হয় শুধুমাত্র যদি বাংলাদেশ থাকে অথবা বাংলাদেশের কোন নির্দিষ্ট জেলা থাকে তাহলে  আপনার  বিজনেসের লোকাল  এসইও প্রয়োজন রয়েছে।

  • অর্গানিক ভিজিটর পাওয়ার জন্য লোকাল এসইও এর প্রয়োজন।
  • টার্গেটেড  এরিয়ায় ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য।
  • লোকাল কিওয়ার্ডগুলো সহজে রেংকিং করার জন্য।
  • লোকাল এসইওর প্রয়োজন হয় নির্দিষ্ট লোকেশন এর মধ্যে সার্চ ইঞ্জিনকে ডমিনেট করার জন্য।

প্রশ্ন হলো গুগোল চেনে কিভাবে  এটা লোকাল কিওয়ার্ড নাকি গ্লোবাল   কিওয়ার্ড কিভাবে?

লোকাল কিওয়ার্ড এবং  গ্লোবাল  কিওয়ার্ড চেনার জন্য গুগোল সাধারণত তিনটি পদ্ধতি অনুসরণ করে।

১। Index IP and Location info

2 Detect IP

3 Detect Location

অর্থাৎ আপনার কম্পিউটার  আইপি, কম্পিউটার লোকেশ্‌ন, কিওয়ার্ড লোকেশন, এবং  কিওয়ার্ড এর উপর ডিপেন্ড করে  গুগোল  ইন্ডেক্সআর প্রগ্রামিং  খুব সহজেই বের করতে পারে যে আপনি কোন ধরনের ইনফর্মেশন দেখতে চাচ্ছেন। গুগোল সঠিক সার্চ রেজাল্ট বের করার জন্য এই তিনটি মেথড অনুসরণ করে যার মাধ্যমে আপনার লোকেশন, আপনার কিওয়ার্ড,এবং   সার্চ ইন্টেন্ট স্ট্রাটেজির মাধ্যমে একুরেট ইনফরমেশন টি আপনার সামনে তুলে ধরে।

কোন ধরনের বিজনেসের জন্য লোকাল এসইও দরকার?(who needs local SEO)

যেকোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোকাল এসইওর প্রয়োজন রয়েছে ,যদি আপনার ওয়েব সাইট থাকে তা হলেও লোকাল এসইও করতে পারবেন আবার যদি কোন ওয়েবসাইট বা অনলাইনে কোন অ্যাক্টিভিটি না থাকে তাহলেও লোকাল এসইও করতে পারবেন।

লোকাল এসইওর অনেকগুলো পার্ট রয়েছে যেখানে আপনার অনলাইন অ্যাক্টিভিটি না থাকলেও লোকাল এসইওর মাধ্যমে সে পার্টগুলো সম্পূর্ণ করা সম্ভব।

  • যেকোনো ধরনের ই-কমার্স  ওয়েব সাইটের জন্য
  • যেকোনো ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের জন্য যেমন হাসপাতাল ও ক্লিনিক, বিউটি পার্লার, ট্রেনিং সেন্টার,প্রাইভেট ব্যাংক,সার্ভিসিং সেন্টার ।
  • কোন ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা কোম্পানি যদি মনে করে তারা শুধুমাত্র বাংলাদেশেই সার্ভিস দিবে তাদেরও লোকালে এসইওর প্রয়োজন রয়েছে।
  • কোন ব্লগার , ইউটিউবার বা সোশ্যাল  ইনফ্লুয়েন্সার্স তাদেরও লোকাল এসইওর প্রয়োজন রয়েছে।
  • কোন বিজনেস যাদের কোন ওয়েবসাইট নাই এমনকি অনলাইনে প্রডাক্ট সেলিং এর কোন কারবার নেই, তাদের জন্যও লোকাল এসইওর প্রয়োজন রয়েছে কারণ লোকাল এসইওর মাধ্যমে গুগলের ইন্টারেক্টিভ ম্যাপ লোকেশন সেটআপ করা যায়।
  • যেকোনো ধরনের বিজনেস এর ব্র্যান্ড ভ্যালু তৈরীর জন্য লোকাল এসইও  হতে পারে গুরুত্বপূর্ণ একটি  স্টেপ। 

 লোকাল  এসইও কত প্রকার?

 সাধারণত লোকাল এসইওর সুনির্দিষ্ট কোনো প্রকার ভেদ নেই,তবে কয়েক ধরনের লোকাল এসইওর ব্যবহার খুব বেশি লক্ষ্য করা যায়-এর মধ্যে রয়েছে-

 ১।  লোকেশন বেজড কিওর্য়াড

আপনি যদি মনে করেন শুধুমাত্র বাংলাদেশীদের জন্য কোন ব্লগ ওয়েবসাইট করবেন অথবা নির্দিষ্ট কোন দেশের মানুষের জন্য কোন সেবা প্রদান করবেন তাহলে লোকেশন  বেজড কিওর্য়াড সেটাপ করা যেতে পারে। যেমন আপনি লিখলেন  ‘ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ’ তাহলে শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত কোন ‘ডিজিটাল মারকেটিং কোম্পানি’  সার্চ রেজাল্টে আগে আসবে।যখন আপনি কোন  কিওয়ার্ড এর সঙ্গে একটি লোকেশন এড করে দিবেন তখন আপনি যেখানেই থাকেন না কেন ওই লোকেশন ভিত্তিক সার্চ রেজাল্টই আপনাকে  দেখাবে।

২। প্রডাক্ট বা  সার্ভিস বেজড কিওর্য়াড 

আপনি যখন কোন প্রোডাক্ট বাস সার্ভিস  কিনতে চাচ্ছেন একটি নির্দিষ্ট লোকেশন এর মধ্য থেকে তখন এই ধরনের  কিওয়ার্ড কে  প্রোডাক্ট ও সার্ভিস বেজড কিওয়ার্ড বলে।যেমন আপনি ‘’ বেস্ট রেস্টুরেন্ট’’ লিখে সার্চ দিলেন তাহলে আপনার আশেপাশে সকল রেষ্টুরেন্টগুলো আপনার মোবাইলে শো করবে। 

লোকাল এসইও জন্য কি কি করতে হবে? What we should do for local SEO?

  •  একটি লোকাল  ডোমেইন কিনতে হবে, যেমন বাংলাদেশীদের জন্য (.com.bd), ইন্ডিয়ান  দের জন্য (.com.in)
  • একটি   বিজনেস ওয়েবসাইট করতে হবে
  •  গুগল মাই বিজনেস  প্রোফাইল সেট আপ করতে হবে
  • নেপ সাইটেশন (NAP citation)
  • লোকাল  লিস্টিং করতে হবে
  • লোকাল সাইটেশন বানাতে হবে
  • এরিয়া বেজড কনটেন্ট তৈরি করতে হবে
  • সোশ্যাল ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে
  • অন পেজ অপটিমাইজেশন করতে হবে
  •  অফপেজ অপটিমাইজেশন করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *