একটি ওয়েবসাইট তৈরিতে বিভিন্ন ধরনের কোডিং ব্যবহার করা হয় | একজন ডেভেলপার যখন কোন ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করে তখন বিভিন্ন ধরনের কোডিংব্যবহার করার সময় কিছু সংকেত রেখে যায় |
তেমনিভাবে যখন একজন ডেভেলপার এইচটিএমএল এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করে তখন সে কিছু সংকেত রেখে যায় যা কমেন্ট হিসেবে পরিচিত |
এই কমেন্ট এর মাধ্যমে অন্য যেকোনো ডেভেলপার এইচটিএমএল কোড এডিট করার সময় সেই বিষয়টি বুঝতে পারে |
কমেন্ট কখনোই ওয়েব ব্রাউজারে শো করে না, এটা ব্রাউজার থেকে হাইড করা থাকে | তবে কেউ এই কোড এডিট করতে গেলে সে এবিষয়টি দেখতে পায় যাতে তার এডিট করা সহজ হয় |
আজকের এই চ্যাপ্টার এ এইচটিএমএল কমেন্ট নিয়ে আলোচনা করা হবে |
এখন আমরা দেখব কিভাবে একটি ওই পেজ তৈরিতে ব্যবহার করা হয় | তার জন্য আপনাকে যা যা করতে হবে –
- প্রথমে আপনি যেকোনো একটি এডিটর ওপেন করবেন |
- এখানে আপনার পছন্দমত একটি নাম দিয়ে ডট(.) এইচটিএমএল এক্সটেনশন যুক্ত করে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন |
- এই ফোল্ডারটি আপনি ওপেন করে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার টা আছে তৈরি করবেন |
- এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করে বডি সেকশন এর মধ্য আপনি কমেন্ট একটি ডিক্লেয়ার করবেন | এখানে আমরা একটি উদাহরনের মাধ্যমে দেখি, আমরা চাচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যাক মনে রাখতে | তার জন্য আমাদের যা করতে হবে-
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset=”utf-8”>
<title> Html Tutorial</title>
</head>
<body>
<!– Remember this is a important info→
<p> This is a website where we provide all kinds od digital service that helps peoples.</p>
</body>
</html>
- এখন যে কেউ এই এইচটিএমএল কোড যদি ওপেন করে তাহলে সে উপরের কমেন্টে দেখতে পাবে আর এসএমএসটা ভালো করে যেকোনো কমেন্ট করা যাবে এইচটিএমএল কোড এর মধ্যে |
- এখন যদি আপনি উপরের কোড টি ব্রাউজারে ওপেন করেন তাহলে কমেন্ট বাদে বাকি সব টুকুই আপনার ব্রাউজারে শো করবে |
এইচটিএমএল কমেন্ট এর সিনট্যাক্স,
<! – – এখানে কমেন্ট লিখুন – – >
উপরের প্রসেসটি ফলো করে আপনি এইচটিএমএল এর মাধ্যমে তৈরিকৃত যেকোন ওয়েব পেজ এর মধ্যে কমেন্ট করতে পারেন | আপনাকে পরবর্তীতে এই কোড সম্পর্কে ধারণা দিবে |