WigMarketing

যেকোনো ওয়েবসাইটে SSL সার্টিফিকেট এড করুন – সম্পুর্ন্য ফ্রী

free ssl certificate for wordpress in bangla

SSL বা secure sockets layer এটাকে বলা হয় ইন্টারনেট সিকিউরিটি বা প্রটোকল। যে কোন ওয়েব সাইটের ডাটা ব্যবহারকারীর ব্রাউজারে ট্রান্সফার করার জন্য এই সিকিউর প্রোটকল ব্যবহার করা হয় যা ssl সার্টিফিকেট হিসেবে পরিচিত।

আজকে আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একটি ওয়েবসাইটে ফ্রী SSL সার্টিফিকেট অ্যাড করতে হয়। আমাদের এই স্ট্রাটেজি ফলো করে SSL এড করলে ১৫ বছরের মধ্যে রিনিউ অথবা কোন টাকা পয়সা দেয়া লাগবেনা, এমনকি কোন ক্রেডিট কার্ডেরও দরকার নেই।

ওয়েবসাইটে ফ্রী SSL সার্টিফিকেট কেন ব্যবহার করবঃ

  • ওয়েব সাইটে SSL এড না থাকলে ওয়েবসাইট Not Secured দেখায়, যার ফলে বেশিরভাগ ভিজিটরাই ওয়েবসাইটে ভিজিট করতে চাই না।
  • SSL সার্টিফিকেট cyber আক্রমণ  থেকে আপনার ওয়েবসাইট কে রক্ষা করবে।
  • ভিজিটররা ssl যুক্ত ওয়েবসাইটে ভিজিট করতে নিরাপদ বোধ করে।
  • বেশির ভাগ অনলাইন পেমেন্ট সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে SSL সার্টিফিকেট লাগে।
  • SSL যে কোন ওয়েবসাইট সার্চ কনসোলে রেংকিং এর ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে।

যেকোন ওয়েবসাইটে ফ্রী SSL সার্টিফিকেট এড করার নিয়ম

  • প্রথমে CloudFlare ওয়েবসাইটে যান এবং একটি নতুন একাউন্ট ক্রিয়েট করুন এবং জিমেইল দিয়ে ভেরিফাই করুন
  • ওয়েবসাইটের হোমপেজ থেকে Add Site এ ক্লিক করুন
  • আপনার ওয়েবসাইটে URL টা এখানে এড করুন, যেমন dimpim.com
  • ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইট থেকে যে কোন একটি প্যাকেজ সিলেক্ট করুন করুন। আপনি চাইলে ফ্রী প্লানও সিলেট করতে পারেন।
  • এবার নেম সার্ভার রেকর্ড ভেরিফাই করে নিন।
  • ক্লাউডফ্লেয়ার এর দেওয়া নেম সার্ভারটি আপনার ডোমেইন হোস্টিং এর নেমসার্ভারে অ্যাড করে নিন এবং সেভ করুন।
  • পরবর্তী অপশনে ক্লিক করুন।
  • এখানে এক্সট্রা কিছু সেটিং আছে যেমন HTTPS অপশনটি একটিভ করে দিন, optimise performance একটিভ করে দেন।
  • এবার ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটের বামদিকে SSL/TLS নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এবং Encryption Mode টি Full করে দিন।
  • Origin Server মেনুতে ক্লিক করুন।
  • Create New Certificate অপশনে ক্লিক করে কত বছরের জন্য SSL চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিন।
  • Origin Certificate এবং Private Key নামের দুইটি কোড কপি করুন এবং হোস্টিং এর সি প্যানেলের SSL/TLS নামের মেনুতে গিয়ে, নির্দিষ্ট ডোমেনের আন্ডারে এই কোড দুটি পেস্ট করুন।
  • এবার কোডটি ইন্সটল করুন।
  • সাধারণত ২৪ ঘন্টা তবে আপনি কমপক্ষে 2/3 ঘণ্টা অপেক্ষা করবেন এবং ওয়েবসাইটটি নতুন কোন উইন্ডোতে ওপেন করুন। আপনার ওয়েবসাইটে ২৪ ঘন্টার মধ্যে SSL সার্টিফিকেট অ্যাড হয়ে যাবে।

SSL এড করতে কোনো সমস্যা হলে আমাদের টিউটোরিয়াল টি দেখুনঃ

দেখুন কিভাবে ওয়েবসাইটের মধ্য ফ্রি SSL সার্টিফিকেট এড করতে হয়।

ওয়েবসাইটের ভিন্নতা অথবা হোস্টিং প্যাকেজের ভিন্নতার কারণে SSL এড করতে সমস্যা হতে পারে, তবে প্রতিটা সমস্যার জন্য সমাধান রয়েছে। এরপরও যাদের SSL এড করতে সমস্যা হচ্ছে তারা আমাদের কমেন্ট সেকশনে জানান আমরা আপনাদেরকে ডাইরেক্টলি হেল্প করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *