WigMarketing

কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস

keyword research tools list in bangla

যারা কীওয়ার্ড রিসার্চ করার জন্য সম্পূর্ণ ফ্রী টুলস খুঁজছেন তাদের জন্য আজকের আর্টিকেলে আমরা পাঁচটি বেস্ট কিওয়ার্ড রিসার্চ করার ফ্রী টুলস এর নাম বলবো। যে টুলস গুলোর কোন প্রিমিয়াম ভার্সন নেই, কোন লিমিটেশন নেই, এমনকি কোন ক্রেডিট কার্ড ছাড়াই টুলস গুলোর সম্পূর্ণ ভার্সন এখানে ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুনঃ ইমেইল মার্কেটিং কী এবং কিভাবে করবেন?

সম্পূর্ণ ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস লিস্ট

Google keyword planner

গুগল কীওয়ার্ড প্লানার সম্পূর্ণ ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এই টুলস দিয়ে আনলিমিটেড কিওয়ার্ড প্রতিদিন রিসার্চ করতে পারবেন এবং এর ডাটা চেক করতে পারবেন। প্রতিটা কিওয়ার্ডের কান্ট্রি ভিত্তিক সার্চিং ভলিউম, সিপিসি রেট, কিওয়ার্ড নিয়ে কম্পিটিশন, এভারেজ সার্চ ভলিউম, এমনকি নির্দিষ্ট শহরের কীওয়ার্ড সার্চ ভলিউমও এখানে থেকে দেখতে পারবেন। এক কথায় বলা যায় যারা ফ্রী কিওয়ার্ড রিসার্চ টুলস খুঁজছেন তাদের জন্য গুগল কিওয়ার্ড প্লানার বেস্ট টুলস।

Keyword tool

কিছুদিন আগেও এই টুলস টি সম্পূর্ণ ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুলস ছিল কিন্তু এখন এটি প্রিমিয়াম হয়ে গেছে। তবে এই টুলস ব্যবহার করে আপনি সর্বোচ্চ ৭৫০ টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এই টুলসের সবথেকে বড় সুবিধা হল গুগল, ইউটিউব, আমাজান, বিং এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আলাদা আলাদা ভাবে রিসার্চ করা যায়।

প্রতিটা কিওয়ার্ড সম্পর্কে তথ্যগুলো খুব স্পেসিফিকলি পাওয়া যায়, এজন্য এই টুলস দিয়ে নির্দিষ্ট কোন প্লাটফর্মের কিওয়ার্ড রিসার্চ করার কাজে বেশি ব্যবহার করা হয়। ফ্রী কিওয়ার্ড রিসার্চ টুলস গুলোর মধ্যে এই টুলস টি আপনার জন্য বেস্ট হতে পারে।

Questiondb

কোশ্চেন রিলেটেড কীওয়ার্ড সার্চ করার জন্য questiondb হলো বেস্ট ফ্রী কিওয়ার্ড রিসার্চ টুলস যেকোনো কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিলে ওই টপিক রিলেটেড কোশ্চেনগুলোর বিভিন্ন ডাটা দেখতে পাবেন।

আমরা সাজেস্ট করব শুধুমাত্র কোশ্চেন রিলেটেড কীওয়ার্ডই এখানে সার্চ দিতে, যাতে গুগলে কি ধরনের কোশ্চেন কীওয়ার্ড মানুষ সার্চ দেয় তা আপনি বুঝতে পারেন। এটিও সম্পুর্ন্য ফ্রি কিওয়ার্ড রিসার্স টুলস যা কোনো লিমিটেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন।

H-supertools

এটি সম্পূর্ণ ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, হাই সিপিসি কিওয়ার্ড, বাল্ক কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কোয়েশ্চেন এনালাইসিস, ব্যাকলিংক চেকিং, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এবং ওয়েবসাইটের অন্যান্য তথ্য এই টুলস এর মাধ্যমে পাওয়া যাবে।

যেকোনো কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিয়াম, পেইড কম্পিটিশন এবং সিপিসি রেট জানা যাবে। এই টুলসে প্রিমিয়ার কোন ভার্সন নেই অর্থাৎ সম্পূর্ণ ভার্সন ফ্রি ব্যবহার করতে পারবেন, কোনরকম ক্রেডিট কার্ড অথবা অ্যাকাউন্ট তৈরি করারও প্রয়োজন হবে না। এই টুলস এর সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক টুলস আছে সেগুলোও ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি ভাবে।

Keyword io

এই টুলস দিয়ে লং টেইল কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম, সিপিসি রেট এবং অন্যান্য তথ্য সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে। যে কোন কান্ট্রি সিলেক্ট করেও কিওয়ার্ডের সার্চ ভলিউম পাওয়া যাবে, সেই সাথে ইউটিউব, আমাজন, উইকিপিডিয়া, আলিবাবা, ফাইবার এবং কোশ্চেন রিলেটেড কিওয়ার্ডও সার্চ করা যাবে। ফ্রি এবং পেইড দুইটি ভার্সনই আছে তবে ফ্রি প্লান ব্যবহার করতে হলে অবশ্যই একটা একাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, একাউন্ট ক্রিয়েট করার জন্য কোন রকম ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই।

আরো পড়ুনঃ ওয়েবসাইট স্পিড অপ্টিমাইজেশন প্লাগিন্স

সবশেষেঃ উপরের এই ফ্রি টুলস বাদেও মার্কেট প্লেসে বিভিন্ন রকমের ফ্রি টুলস পাবেন তবে আমাদের রিসার্চ করা আর্টিকেলের বেশিরভাগ টুলস গুলোই সম্পূর্ণ ফ্রি এবং কোনরকম ক্রেডিট কার্ড ছাড়াই অ্যাক্সেস করতে পারবেন, সেই সাথে এই ধরনের টুলসগুলোও মার্কেটপ্লেসে অনেক বেশি জনপ্রিয়। এইজন্য এই টুলস এর মধ্যে পাওয়া বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং নির্ভুল।

ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে আরো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য সঠিক তথ্য দিয়ে হেল্প করার।

আরো পড়ুনঃ ৫টি সহজ ফ্রিল্যান্সিং কাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *